Oppo Reno 8 Lite 5G ফোনের প্রথম রেন্ডার ফাঁস, ডিজাইন Oppo Reno 7 Lite 5G এর মতো

গতমাসেই ইউরোপের কিছু নির্বাচিত বাজারে স্মার্টফোন ব্র্যান্ড ওপ্পো উন্মোচন করেছে তাদের Oppo Reno 7 Lite 5G স্মার্টফোনটি। তবে সম্প্রতি এক টুইটার ব্যবহারকারী এর উত্তরসূরি Oppo Reno 8 Lite 5G-এর কয়েকটি রেন্ডার অনলাইনে শেয়ার করেছেন, যা থেকে এই আসন্ন ডিভাইসটির ডিজাইন সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে। ফাঁস হওয়া রেন্ডারগুলি প্রকাশ করেছে যে, ফোনটি পূর্বসূরি Oppo Reno 7 Lite 5G-এর মতোই দেখতে, যা আবার Oppo F21 Pro 5G এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ। বর্তমানে Oppo Reno 8 Lite 5G কবে লঞ্চ হবে তা নিশ্চিত নয়, তবে আশা করা হচ্ছে এই ওপ্পো হ্যান্ডসেটটির ওপর থেকে শীঘ্রই পর্দা সরানো হবে।

ফাঁস হল Oppo Reno 8 Lite 5G- এর রেন্ডার

টিপস্টার স্নুপিটেক (SnoopyTech) টুইটারে আসন্ন ওপ্পো রেনো ৮ লাইট ৫জি-এর রেন্ডারগুলি ফাঁস করেছেন। সেগুলি দেখায় যে এই হ্যান্ডসেটে এর পূর্বসূরি ওপ্পো রেনো ৭ লাইট ৫জি-এর মতোই একইরকম ডিজাইন থাকবে৷ দাবি করা হচ্ছে যে আসন্ন ওপ্পো হ্যান্ডসেটটি পূর্বসূরির মতো একই রকম স্পেসিফিকেশনের সাথেও আসবে। প্রসঙ্গত, ওপ্পো প্রায়শই বিভিন্ন বাজারে বিভিন্ন নামে একই ফোন লঞ্চ করে থাকে। উদাহরণস্বরূপ বলা যায়, ওপ্পো এফ২১ প্রো ৫জি হ্যান্ডসেটটি এশিয়ার কিছু নির্দিষ্ট অঞ্চলে রেনো ৭জেড ৫জি এবং সাব-ব্র্যান্ড ওয়ানপ্লাসের অধীনে ওয়ানপ্লাস নর্ড এন২০ ৫জি হিসেবে উন্মোচিত হয়েছে। তবে আপকামিং ওপ্পো রেনো ৮ লাইট ৫জি-এর উপলব্ধতা এবং স্পেসিফিকেশন সম্পর্কে কোনও তথ্য এখনও জানা যায়নি।

উল্লেখ্য Oppo Reno 7 Lite 5G রেনো সিরিজের লেটেস্ট মডেল হিসেবে কয়েক সপ্তাহ আগেই পূর্ব ও মধ্য ইউরোপের মার্কেটে লঞ্চ করা হয়েছে। এই ডিভাইসটি মূলত Oppo Reno 7Z 5G- এর রিব্র্যান্ডেড সংস্করণ।

Oppo Reno 7 Lite 5G ফোনে রয়েছে ২০:৯ অ্যাসপেক্ট রেশিও সহ ৬.৪৩ ইঞ্চির ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। আবার এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত এবং এতে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। তবে ভবিষ্যতে ইউরোপ ছাড়া অন্য বাজারে এই ফোনটি আত্মপ্রকাশ করবে কিনা তা এখনও স্পষ্ট নয়।