Petrol-Diesel Price: উত্তরপ্রদেশে নির্বাচন মিটলেই লিটার পিছু পেট্রল-ডিজেলের দাম ১২ টাকা বাড়তে পারে

ভারতে দীর্ঘদিন ধরেই পেট্রোপণ্যের মূল্য অপরিবর্তিত রয়েছে। এখন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের এক ব্যারেলের দাম ১১৫ ডলার। কিছুদিন আগেও যার দাম ১০০ ডলারের কম ছিল। কিন্তু ইউক্রেনের উপর রাশিয়ার আক্রমণের পর থেকে যা ক্রমশই চড়ছে। তাই ভারতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির ব্যবসা লাভজনক রাখতে হলে পেট্রোপণ্যের মূল্য যে বাড়বে এবার সে কথাই উঠে এল সমীক্ষায়। আইসিআইসিআই (ICICI) সিকিউরিটি এক রিপোর্টে দাবি করেছে উত্তরপ্রদেশে ভোট মিটলে লিটার পিছু ১২ টাকা বাড়তে পারে পেট্রল এবং ডিজেলের দাম।

আবার রিপোর্টে দাবি করা হয়েছে, তেল বিপণন সংস্থাগুলির লভ্যাংশ বজায় রাখতে গেলে পেট্রপণ্যের দাম ১৫ টাকা বৃদ্ধির প্রয়োজন। এদিকে অশোধিত তেলের (ব্রেন্ট ক্রুড) মূল্য ব্যারেল পিছু ১১৮ ডলার পেরিয়ে গিয়েছে। যা গত ৫২ সপ্তাহে সর্বাধিক। তাই মূল্যবৃদ্ধির এই জল্পনা যে আদতে বাস্তবের রূপ নিতে চলেছে তা বেশ টের পাওয়া যাচ্ছে।

বিশেষজ্ঞদের অভিমত, যদি রাশিয়া ইউক্রেনের হানাহানির এই পরিস্থিতি বজায় থাকে, তবে আন্তর্জাতিক বাজারে এক ব্যারেল তেলের মূল্য ১২৫ ডলার স্পর্শ করতে পারে। যদি উল্লিখিত সমীক্ষা অনুযায়ী লিটার প্রতি পেট্রল-ডিজেলের দাম এক লাফে ১২ টাকা চড়ে, সে ক্ষেত্রে দেশের আমজনতার অবস্থা দুর্বিষহ হতে চলেছে তা আশঙ্কা করা যায়। এতে যেমন দেশের নিত্য প্রয়োজনীয় সকল সামগ্রীর দাম বাড়বে পাশাপাশি নির্মাণ শিল্পেও উত্তাপ বৃদ্ধি পাবে।

আশঙ্কা করা হচ্ছে নির্মাণ শিল্পে পরিবহণের খরচ ১৫%-২০% বৃদ্ধি পাবে। ইতিমধ্যেই ইস্পাত ও সিমেন্ট সহ বেশকিছু কাঁচামালের দাম বৃদ্ধি পেয়েছে। ফলে প্রতি বর্গফুটে নির্মাণ খরচ বেড়ে ২০০-৩০০ টাকা হতে পারে বলে ধারণা।