Prevail জুলাইতেই তিনটি নতুন ইলেকট্রিক স্কুটার আনছে, এক চার্জে ১১০ কিমি পথ চলবে

স্টার্টআপ সংস্থা Prevail Electric বৈদ্যুতিক গাড়ির আসরে নেমে পড়ল। ভারতের দু’চাকা গাড়ির বাজারে ইলেকট্রিক টু-হুইলারের চাহিদার কথা মাথায় রেখেই তারা তিনটি নতুন মডেলের ব্যাটারি চালিত স্কুটার…

স্টার্টআপ সংস্থা Prevail Electric বৈদ্যুতিক গাড়ির আসরে নেমে পড়ল। ভারতের দু’চাকা গাড়ির বাজারে ইলেকট্রিক টু-হুইলারের চাহিদার কথা মাথায় রেখেই তারা তিনটি নতুন মডেলের ব্যাটারি চালিত স্কুটার নিয়ে আসছে – Elite, Finesse, ও Wolfury। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ইলেকট্রিক স্কুটার তিনটি চলতি মাসেই লঞ্চ করা হবে। দামের বিষয়টিও তখনই ঘোষণা করা হবে। তবে লঞ্চের আগে Elite, Finesse, ও Wolfury-এর স্পেকস Prevail Electric প্রকাশ করেছে।

Prevail Elite

তিনটি মডেলের মধ্যে Elite কে সবচেয়ে প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটার হিসেবে বাজারে আনা হবে। লিথিয়াম-আয়ন এবং সোয়াইপেবল ব্যাটারি অপশনে, এটি ফুল চার্জে ১১০ কিমি পথ একটানা চলতে পারবে। ব্যাটারি শুন্য থেকে শতাংশে চার্জ হতে ৪ ঘন্টা সময় নেবে। হ্যান্ডস ফ্রী নেভিগেশন, ফোন, এবং মিউজিকের জন্য এতে একটি এলসিডি ডিসপ্লে রয়েছে।

Prevail Finesse

Prevail Finesse ফুল চার্জে ১১০ কিমি পথ চালানো যাবে। গতিসীমা ৬০ কিমি প্রতি ঘন্টা।

Prevail Wolfury

Prevail Wolfury ইলেকট্রিক মোপেড হিসেবে ডিজাইন করা হলেও অ্যাগ্রেসিভ ফেস পেয়েছে। এক চার্জে এটি টানা ১১০ কিমি ছুটতে পারবে। ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে ৪ ঘন্টা সময় লাগবে।

Prevail-এর তিনটি ই-স্কুটারই হাই ডেনসিটির স্টিলের বডি ও অ্যালুমিনিয়াম অ্যালয় হুইল হাব পাবে, ফলে এদের ওজন ৮০ কেজির (ব্যাটারি ছাড়া) নীচে রাখা সম্ভব হয়েছে। এছাড়া প্রত্যেকটি বৈদ্যুতিক স্কুটারের লোড ক্যাপাসিটি ২০০ কেজি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন