Realme Narzo 50 5G ভারতে লঞ্চ হচ্ছে 18 মে, থাকবে Dimensity 920 প্রসেসর

অবশেষে সামনে এল Realme Narzo 50 5G ফোনের ভারতে লঞ্চের তারিখ। সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী ১৮ মে দুপুর সাড়ে বারো টা থেকে অনুষ্ঠিত একটি ভার্চুয়াল ইভেন্টে এই ফোনের উপর থেকে পর্দা সরানো হবে। ই-কমার্স সাইট অ্যামাজন (Amazon) ইতিমধ্যেই এই ফোনের জন্য একটি মাইক্রোসাইট তৈরি করেছে। জানা গেছে Relame Narzo 50 5G ৬এনএম বেসড পাওয়ারফুল মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসর সহ আসবে।

Relame Narzo 50 5G এর সম্ভাব্য দাম

রিয়েলমি নারজো ৫০ ৫জি ফোনের ভারতে লঞ্চের তারিখ জানা গেলেও, এর দাম কত রাখা হবে সে বিষয়ে কিছু বলা হয়নি। তবে আমাদের অনুমান এই ফোনটি ২০ হাজার টাকার কমে এদেশে পাওয়া যাবে।

Relame Narzo 50 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

টিপস্টার ও বিভিন্ন সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে যে, রিয়েলমি নারজো ৫০ ৫জি ফোনটি ৬.৫৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে সহ আসবে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এই ফোনে ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ চিপসেট। রিয়েলমি নারজো ৫০ ৫জি ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যেতে পারে। এই ডিভাইসটি সম্ভবত রিয়েলমি ইউআই ৩.০ (Realme UI 3.0) কাস্টম স্কিনে রান করবে এবং এতে ভার্চুয়াল র‍্যামের সাপোর্টও পাওয়া যাবে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য Realme Narzo 50 5G-এর ব্যাক প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর। তাছাড়া, পাওয়ার ব্যাকআপের জন্য, এই আসন্ন রিয়েলমি ফোনে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৮০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে।