Redmi K50 সিরিজের লঞ্চের সময় সামনে এল, চারটি মডেলে থাকবে চার ধরনের প্রসেসর

রেডমির পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ হবে Redmi K50, যা চলতি বছরের Redmi K40 সিরিজের আপগ্রেড ভার্সন হিসেবে শীঘ্রই লঞ্চ হবে বলে জল্পনা শোনা যাচ্ছে।…

রেডমির পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ হবে Redmi K50, যা চলতি বছরের Redmi K40 সিরিজের আপগ্রেড ভার্সন হিসেবে শীঘ্রই লঞ্চ হবে বলে জল্পনা শোনা যাচ্ছে। পাশাপাশি Redmi K50 সিরিজের বিষয়ে যে যে তথ্য সামনে আসা শুরু করেছে, তা স্মার্টফোনপ্রেমীদের উদ্দীপনা বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। যদিও ফোনগুলি ঠিক কবে বাজারে আসছে তা জানা যাচ্ছিল না। কিন্তু এখন জনপ্রিয় চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন Redmi K50 সিরিজের লঞ্চের টাইমলাইন শেয়ার করেছেন।

টিপস্টারের মতে, ২০২২-এ আত্মপ্রকাশ করবে Redmi K50 সিরিজ। খুব সম্ভবত ফেব্রুয়ারির শেষে। Redmi K40 সিরিজে একাধিক মডেল এসেছিল। একই ভাবে Redmi K50 সিরিজের বিভিন্ন ভ্যারিয়েন্ট থাকবে। রিপোর্ট অনুযায়ী, প্রতিটি মডেলে আলাদা আলাদা প্রসেসর দেওয়া হবে – Snapdragon 870, Snapdragon 8 Gen 1, Dimensity 7000, এবং Dimensity 9000।

উল্লেখ্য, রিপোর্টে দাবি করা হয়েছে, Redmi K50 সিরিজের দু’টি ভ্যারিয়েন্টের কোডনাম Matisse ও Rubens। তার মধ্যে প্রথমটি MediaTek Dimensity 9000 প্রসেসরের সঙ্গে আসতে পারে। এটি গেমিং ফোন হওয়ার প্রবল সম্ভাবনা।

Matisse বা Redmi K50 Gaming ফোনের রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ অথবা ১৪৪ হার্টজ। ওলেড স্ক্রিনের ভিতরেই থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনের ব্যাক প্যানেলে দেখা যাবে ৬৪ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সিস্টেম। গেমিং ফোন হওয়ার কারনে কুলিং সিস্টেম থাকা নিশ্চিত। ডিভাইসটির অফিসিয়াল নাম Redmi K50 Gaming রাখা হতে পারে বলে মনে করা হচ্ছে।

অন্য দিকে, Rubens কোডনামের ফোনটি Redmi K50 Gaming Standard মডেল হবে বলে খবর। এতে Dimensity 7000 প্রসেসর থাকতে পারে। ফোনের রিয়ার প্যানেলে ৬৪ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা থাকবে বলে মনে করা হচ্ছে। এছাড়া Snapdragon 870, Snapdragon 8 Gen 1 প্রসেসর দিয়ে আসতে চলা Redmi K50 মডেলগুলি বিষয়ে কিছু জানা যায়নি।