Redmi Note 10 সিরিজে থাকবে ৫ মেগাপিক্সেল সুপার ম্যাক্রো লেন্স

চীনা স্মার্টফোন কোম্পানি Xiaomi তাদের নতুন রেডমি সিরিজ Redmi Note 10 লঞ্চ করার তোড়জোড় শুরু করেছে। আগামী ৪ মার্চ এই সিরিজের তিনটি ফোন বাজারে পা রাখবে Redmi Note 10, Note 10 Pro, এবং Note 10 Pro Max। লঞ্চের আগেই শাওমি এই সিরিজের মুখ্য স্পেসিফিকেশনগুলি টিজ করতে শুরু করেছে। কয়েকদিন আগেই কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে এই সিরিজে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। আজ শাওমির গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট এবং শাওমি ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর, Manu Kumar Jain জানিয়েছেন, রেডমি নোট ১০ সিরিজ বেস্ট মাক্রো ক্যামেরা সহ আসবে।

মানু একটি টুইটে বলেছেন, Redmi Note 10 সিরিজে ৫ মেগাপিক্সেল সুপার ম্যাক্রো লেন্স থাকবে। এই লেন্সে ২এক্স জুম সাপোর্ট করবে। এই ম্যাক্রো লেন্স রেডমি নোট ৯ প্রো ম্যাক্স এর থেকেও অনেক ভালো হবে। জানিয়ে রাখি ম্যাক্রো লেন্সের মাধ্যমে সাবজেক্টের অনেক কাছে গিয়ে ছবি ক্যাপচার করা যাবে।

https://twitter.com/manukumarjain/status/1366247138317901825

এর আগে শাওমির ম্যানেজিং ডিরেক্টর জানিয়েছিলেন, রেডমি নোট ১০ সিরিজে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হবে। অনুমান করা হচ্ছে Redmi Note 10 Pro Max ফোনে এই ক্যামেরা থাকবে। আবার প্রো ভ্যারিয়েন্ট অর্থাৎ Note 10 Pro আসবে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার সাথে। এছাড়াও এর এই সিরিজের বেস মডেল Note 10 ফোনে থাকবে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা।

গতকাল Redmi Note 10 ফোনের স্পেসিফিকেশন ফাঁস হয়েছিল। যেখান থেকে জানা গিয়েছিল এই ফোনে থাকবে ৬.৪৩ ইঞ্চি অ্যামোলেড ডট ডিসপ্লে। আবার ফোনটি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ও ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে। এছাড়া এই ফোনে ১১ এনএম বেসড অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৭৮ প্রসেসর ব্যবহার করা হবে। ফটোগ্রাফির জন্য এতে কোয়াড রিয়ার ক্যামেরা পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন