Samsung Galaxy Book 4 Ultra: 32GB র‍্যামের দুর্ধর্ষ টাচস্ক্রিন ল্যাপটপ লঞ্চ করল স্যামসাং

গত বছর ফেব্রুয়ারি মাসে স্যামসাং ভারতে তাদের লেটেস্ট Galaxy Book 4 সিরিজের ল্যাপটপ উন্মোচন করেছিল। লাইনআপে অন্তর্ভুক্ত ছিল তিনটি মডেল: Samsung Galaxy Book 4 360, Samsung Galaxy Book 4 Pro এবং Samsung Galaxy Book 3 Pro 360৷ আর এখন এই সিরিজে চতুর্থ ল্যাপটপ হিসেবে Samsung Galaxy Book 4 Ultra মডেলটি ভারতীয় বাজারে চুপিসারে প্রবেশ করেছে৷ ডিভাইসটি অ্যামোলেড টাচ স্ক্রিন ডিসপ্লে, Intel Core Ultra প্রসেসর, ১ টিবি এসএসডি স্টোরেজ এবং ৭৬ ওয়াটআওয়ারের ব্যাটারির মতো বৈশিষ্ট্যগুলি অফার করে। আসুন নবাগত Samsung Galaxy Book 4 Ultra মডেলের দাম, উপলব্ধতা এবং স্পেসিফিকেশন সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।

Samsung Galaxy Book 4 Ultra ল্যাপটপের মূল্য ও লভ্যতা

স্যামসাং গ্যালাক্সি বুক ৪ আল্ট্রা ল্যাপটপটিকে ভারতের পরিচিত রিটেইলার, ক্রোমা (Croma)-এর ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে। এছাড়াও এই নোটবুকটিকে অফলাইন স্টোরগুলিতেও পাওয়া যাবে। স্যামসাং গ্যালাক্সি বুক আল্ট্রা মডেলের প্রারম্ভিক মূল্য ২,৩৩,৯৯০ টাকা, আর এর টপ-এন্ড ভ্যারিয়েন্টটিকে ২,৮১,৯৯০ টাকায় কেনা যাবে। তবে এর সেল এখনও শুরু হয়নি।

Samsung Galaxy Book 4 Ultra ল্যাপটপের স্পেসিফিকেশন

দক্ষিণ কোরিয়ার কোম্পানির প্রিমিয়াম নোটবুকটি হাই-এন্ড স্পেসিফিকেশন এবং ফিচার সহ এসেছে। এটিতে ১৬ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে, যা ২,৮৮০ x ১,৮০০ পিক্সেলের রেজোলিউশন, ১৬:১০ অ্যাসপেক্ট রেশিও এবং সর্বোচ্চ ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য স্যামসাং গ্যালাক্সি বুক ৪ আল্ট্রা ল্যাপটপে ইন্টেল কোর আল্ট্রা ৯/ কোর আল্ট্রা ৭ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে জিপিইউ-এর জন্যও দুটি বিকল্প পাওয়া যাবে, এগুলো হল আরটিএক্স ৪০৭০ বা আরটিএক্স ৪০৫০।

Samsung Galaxy Book 4 Ultra ল্যাপটপের বেস সংস্করণটিতে ১৬ জিবি র‍্যাম রয়েছে, আর ব্যয়বহুল ভ্যারিয়েন্টটি ৩২ জিবি র‍্যামের সাথে এসেছে। উভয় সংস্করণেই ১ টিবি এসএসডি স্টোরেজ মিলবে। অডিওর জন্য, এটি একেজি (AKG) – এর কোয়াড স্পিকার সেটআপ সহ এসেছে, যা ডলবি অ্যাটমস (Dolby Atmos) সাপোর্ট করে। আর ফোনের সামনে একটি ২ মেগাপিক্সেলের ওয়েবক্যাম এবং নিউমেরিক কী সহ একটি ব্যাকলিট কীবোর্ড রয়েছে। Lনিরাপত্তার জন্য, Samsung Galaxy Book 4 Ultra ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করে। আর পাওয়ার ব্যাকআপের জন্য, এতে শক্তিশালী ৭৬ ওয়াটআওয়ারের ব্যাটারি রয়েছে, যা একটি ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে চার্জ হয়৷ Samsung Galaxy Book 4 Ultra নোটবুকের ওজন মাত্র ১.৮৬ কিলোগ্রাম, যা এটিকে সহজে বহনযোগ্য করে তোলে।