Samsung Galaxy M31 ইউজারদের জন্য সুখবর, এল অ্যান্ড্রয়েড ১১ আপডেট

Samsung Galaxy M31s এর পর Galaxy M31 ফোনটির জন্য অ্যান্ড্রয়েড ১১ (Android 11) আপডেট আনা হল। এই ফোনটি ২০২০ সালে অ্যান্ড্রয়েড ১০ এর সাথে লঞ্চ হয়েছিল। তবে ইউজারদের নতুন অপারেটিং সিস্টেমের সুবিধা দিতে স্যামসাং ফোনটির জন্য নতুন আপডেট রোল আউট করলো। এই আপডেটের সাথে স্যামসাং গ্যালাক্সি এম৩১ কোম্পানির লেটেস্ট ইউজার ইন্টারফেস, ওয়ান ইউআই কোর ৩.১ (One UI Core 3.1) এবং মার্চ মাসের অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ (March 2021 Android Security Patch) পাবে।

Samsung Galaxy M31 এর জন্য আসা এই আপডেটের ফার্মওয়্যার ভার্সন M315FXXU2BUC1 এবং ডাউনলোড সাইজ ১.১৯ জিবি। রিপোর্ট অনুযায়ী, এই নতুন আপডেটটি ইনস্টল করার পর ফোনের ক্যামেরা ও পারফরম্যান্স আরও উন্নত হবে। সাথে কিছু বাগকেও নষ্ট করা হয়েছে। শুধু তাই নয়, ওয়ান ইউআই কোর ৩.১ এর কারণে নতুন ইউজার ইন্টারফেস, নতুন নোটিফিকেশন প্যানেল এবং ছবি শেয়ারের আগে লোকেশন মোছার সুবিধা পাওয়া যাবে।

ইউজাররা শীঘ্রই এই আপডেটের নোটিফিকেশন পাবেন। আবার ম্যানুয়ালি আপডেট চেক করার জন্য ফোনে Settings > Software update > Download and install স্টেপগুলি ফলো করতে হবে।

স্যামসাং গ্যালাক্সি এম৩১ ফোনের কথা বললে, এই ফোনটি এক্সিনস ৯৬১১ প্রসেসর সহ এসেছিল। সাথে ছিল ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। এছাড়াও এতে পাওয়া যাবে ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস sAMOLED ইনফিনিটি ইউ ডিসপ্লে। এর পিক্সেল রেজোলিউশন ২৩৪০ x ১০৮০। এর পিছনে রয়েছে ৬৪ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ও ৬,০০০ এমএএইচ ব্যাটারি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন