সুরক্ষিত অনলাইন পেমেন্টের জন্য ইউজারদের চার-চারটি টিপস বাতলালো SBI

এখন অনলাইন বা ইউপিআই (UPI) পেমেন্টের ব্যবহার আকাশচুম্বী পর্যায়ে পৌঁছেছে। কিন্তু একইসাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে ডিজিটাল জালিয়াতি! তবে ফাঁদ যেমন আছে তেমনি আছে ফাঁদ…

এখন অনলাইন বা ইউপিআই (UPI) পেমেন্টের ব্যবহার আকাশচুম্বী পর্যায়ে পৌঁছেছে। কিন্তু একইসাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে ডিজিটাল জালিয়াতি! তবে ফাঁদ যেমন আছে তেমনি আছে ফাঁদ কেটে বেরোনোর রাস্তা। সেক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা SBI (এসবিআই) এখন ডিজিটাল জালিয়াতি থেকে বাঁচার জন্য জনসাধারণকে চারটি টিপস দিয়েছে, যা অনলাইন পেমেন্টের সময় ব্যবহার করা যেতে পারে। আসুন এই টিপসগুলির বিষয়ে বিস্তারিত জেনে নিই…

অনলাইন পেমেন্ট করার সময় ব্যবহার করুন এই টিপসগুলি

১. ইউপিআই পিন হল অনলাইন পেমেন্টের মূল পয়েন্ট। এই পিন ছাড়া পেমেন্ট সম্পন্ন হয়না, আবার এই পিনই আর্থিক কেলেঙ্কারির কারণ হতে পারে। সেক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শুধুমাত্র পেমেন্ট করার সময় পিন ব্যবহার করার পরামর্শ দিয়েছে।

২. ইউপিআই পিন শুধুমাত্র টাকা ট্রান্সফার বা সেন্ড করার জন্য ব্যবহৃত হয়। কিন্তু সুরক্ষিত পেমেন্টের জন্য সর্বদা মোবাইল নম্বর, রিসিভারের নাম এবং ইউপিআই আইডি যাচাই করে নিন।

৩. নিজের ইউপিআই পিন কখনো কারো সাথে শেয়ার করবেন না। এছাড়াও ইউপিআই স্ক্যানার দেখে শুনে ব্যবহার করবেন।

৪. অফিসিয়াল সোর্স ছাড়া কোনো তৃতীয় পক্ষের কাছে পেমেন্ট সংক্রান্ত ইস্যুর রেজুলেশন চাইবেন না। কোনোরকম অসংগতি বুঝলে অনলাইন পেমেন্ট প্লাটফর্ম বা ব্যাঙ্কের সাথে যোগাযোগ করুন।