Samsung, OnePlus, Realme, Oppo-দের পর এবার Android 13 আপডেট দিচ্ছে Sony

Google গত আগস্টে তাদের Pixel স্মার্টফোনে Android 13 রোলআউট করার পর থেকে বিভিন্ন অ্যান্ড্রয়েড মোবাইলে ওই আপডেট পাচ্ছি আমরা‌। এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছে Sony। সংস্থাটির দুই ফ্ল্যাগশিপ ডিভাইস খুব শীঘ্রই Android 13 পেতে চলেছে।

Sony Xperia 1 IV এবং Xperia 5 IV অ্যান্ড্রয়েডের ত্রয়োদশ ভার্সনে আপগ্রেড হবে বলে নিশ্চিত করা হয়েছে। এ কথা খোদ সনি এক্সপিরিয়ার টুইটার প্রোফাইল থেকে ঘোষণা করা হয়েছে। সেখানে লেটেস্ট ফিচার যুক্ত হওয়ার কথা উল্লেখ আছে। তবে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

উল্লেখ্য, প্রতিবেদন লেখা পর্যন্ত উক্ত ফোন দু’টিতে কবে Android 13 রোলআউট হবে, সে ব্যাপারে পরিস্কার করে কিছু জানানো হয়নি‌। ফলে চেঞ্জলগ এখনও প্রকাশ্যে আসেনি৷ তবে নতুন অ্যান্ড্রয়েডের আগমনে Pixel হ্যান্ডসেটে যে সব বৈশিষ্ট্য যোগ হয়েছে, সেগুলিই সনির মডেলে দেখা যাবে বলে আশা করা যায়।