Tata Motors: গ্রাহকদের কম সুদে গাড়ি কেনার সুবিধা দিতে নতুন উদ্যোগ নিল টাটা

টাটা মোটর্স (Tata Motors)-এর যাত্রীবাহী গাড়ি কেনার জন্য এবার কম সুদের হারে লোন দেবে বন্ধন ব্যাঙ্ক (Bandhan Bank)। বুধবার বন্ধন ব্যাঙ্কে’র এর সাথে এই মর্মে হাত মেলানোর কথা ঘোষণা করেছে টাটা। ফলে এবার থেকে টাটা’র ক্রেতারা ৭.৩ শতাংশ হারে গাড়ি কেনার জন্য লোন পাবেন বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।

ভারতীয় গাড়ি সংস্থাটি জানিয়েছে যে, ভেহিকেল লোন স্কিমের আওতায় গাড়ির অন রোড মূল্যের উপর কোনো গ্রাহক সর্বোচ্চ ৯০% পর্যন্ত লোন পাবেন। এছাড়াও গ্রাহকরা স্পেশাল ইএমআই এর বিকল্প বেছে নিতে পারবেন, সাথে রয়েছে ৭ বছর পর্যন্ত লোন পরিশোধের সময়সীমা এবং ফোরক্লোজার ও পার্টপেমেন্টের উপরে শূন্য চার্জ।

এই উদ্যোগের ফলে ক্রেতারা আরো সহজেই টাটার গাড়ি কিনতে পারবেন এবং এর ফলে যানবাহনের বিক্রিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে সংস্থাটি। দুই সংস্থার জোটবদ্ধ হওয়ার প্রসঙ্গে টাটার সহ-সভাপতি রঞ্জন অম্বা (সেলস, মার্কেটিং এন্ড কাস্টমার সার্ভিস) বলেছেন, “এই জোট হচ্ছে অটো মেকার সংস্থাটির #FinancEasy ফেস্টিভালের অংশ। যেখানে টাটার গাড়ি বিক্রির জন্য দেশের একাধিক ফাইন্যান্স সহযোগীর সাথে জোট বেঁধেছে। এই উৎসবের মরসুমে গ্রাহকরা যাতে নির্ঝঞ্ঝাটের সাথে গাড়ি কিনতে পারেন তাই এই উদ্যোগ।”

উল্লেখ্য, এরই মধ্যে সম্প্রতি নিজেদের সমস্ত যাত্রীবাহী গাড়ির দাম বৃদ্ধির কথা ঘোষণা করেছে টাটা মোটর্স (Tata Motors)। ১ জানুয়ারি, ২০২২ থেকেই এই মূল্যবৃদ্ধি কার্যকর হতে চলেছে। যদিও সংস্থার তরফে দাম বাড়ানোর পরিমাণ এখনও স্পষ্টভাবে জানানো হয়নি। কাঁচামালের দর বৃদ্ধির কারণেই এই মূল্যবৃদ্ধি বলে সাফাই টাটার।