Vivo T2x লঞ্চ হল 6000mAh ব্যাটারির সাথে, রয়েছে Dimensity 1300 প্রসেসর

গত সপ্তাহেই শোনা গিয়েছিল ভিভো আগামী ৬ জুন তাদের আপকামিং Vivo T2x হ্যান্ডসেটটি লঞ্চ করতে পারে। তবে প্রত্যাশিত সময়ের আগেই এবার চীনের বাজারে চুপিসারে এই স্মার্টফোনটি উন্মোচিত হল। Vivo T2x গতকাল (২৯ মে) চীনা ই-কমার্স প্ল্যাটফর্ম, জেডি.কম (JD.com)-এর মাধ্যমে চীনে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয়েছে। এটি আইপিএস এলসিডি ডিসপ্লে, MediaTek Dimensity 1300 প্রসেসর, ৮ জিবি র‍্যাম এবং শক্তিশালী ৬,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। এছাড়াও, এতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে। চলুন Vivo T2x- এর দাম ও সকল স্পেসিফিকেশনগুলি জেনে নেওয়া যাক।

ভিভো টি২এক্স-এর দাম ও লভ্যতা (Vivo T2x Price and Availability)

ভিভো টি২এক্স-এর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের প্রস্তাবিত খুচরা মূল্য বা এমআরপি (MRP) হল ১,৬৯৯ ইউয়ান (প্রায় ১৯,৮১০ টাকা) এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ১,৮৯৯ ইউয়ান (প্রায় ২২,১৫০ টাকা)।

কিন্তু ভিভো চায়না একটি প্রাথমিক প্রি-অর্ডার প্রোমো চালু করছে, যেখানে হ্যান্ডসেটটির ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি ভ্যারিয়েন্টটি শুধুমাত্র ১,৫৯৯ ইউয়ান (প্রায় ১৮,৬৫০ টাকা) এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি মডেলটি ১,৭৯৯ ইউয়ান (প্রায় ২১,০০০ টাকা) মূল্যে পাওয়া যাবে। Vivo T2x মিস্ট ব্লু এবং মিরর ব্ল্যাক- এই দুই আকর্ষণীয় কালার অপশনে বেছে নেওয়া যাবে এবং আগামী ১২ জুনের পর থেকে এই নতুন ভিভো ফোনটির ডেলিভারি শুরু হবে বলে জানিয়েছে সংস্থা।

ভিভো টি২এক্স-এর স্পেসিফিকেশন (Vivo T2x Specifications)

ভিভো টি২এক্স ফোনে ৬.৫৮ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে, যার সর্বোচ্চ রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এই এলসিডি প্যানেলটি ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ডিসি ডিমিং, ডিসিআই-পি৩ কালার গ্যামট, ৬৫০ নিট পিক ব্রাইটনেস অফার করে। ডিভাইসটি মিডিয়াটেকের সদ্য লঞ্চ করা ডাইমেনসিটি ১৩০০ চিপসেট দ্বারা চালিত। রোজকার মোবাইল গেমিংয়ের জন্য হাই পারফরম্যান্স প্রদানের সাথে সাথে ব্যতিক্রমী পাওয়ার এফিশিয়েন্সি প্রদানের জন্য এই প্রসেসরটি তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (TSMC)-এর ক্লাস-লিডিং ৬ ন্যানোমিটার নোডে তৈরি করা হয়েছে। ভিভো টি২এক্স-এ ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য, Vivo T2x-এর ব্যাক প্যানেলে অবস্থিত ডুয়েল ক্যামেরা সেটআপের মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স উপস্থিত রয়েছে। এই ভিভো ফোনটি একেবারে নতুন লিনিয়ার অ্যাক্সিস ভাইব্রেশন মোটরের সাথে এসেছে, যা ডিভাইসে ফ্ল্যাগশিপের মতো অভিজ্ঞতা প্রদান করতে পারে। যদিও ভিভোর তরফে এটি জেড-অ্যাক্সিস মোটর নাকি এক্স-অ্যাক্সিস মোটর, তা নিশ্চিত করা হয়নি।

পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo T2x-এ ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা মিড-রেঞ্জ সেগমেন্টের বৃহত্তম ব্যাটারিগুলির মধ্যে একটি। সংস্থা দাবি করেছে যে, এটি ২০ ঘন্টা পর্যন্ত একটানা ভিডিও প্লেব্যাক প্রদান করবে। এটি আবার ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি সাপোর্ট করে, যার মাধ্যমে ব্যাটারিটি ৩৫ মিনিটের মধ্যে শূন্য থেকে ৫০% পর্যন্ত চার্জ হতে পারে। এছাড়া, ইউএসবি টাইপ-সি ওয়্যারলেস ইয়ারফোনের মতো অন্যান্য ডিভাইসগুলিকে চার্জ করতে ডিভাইসটি ৬ ওয়াট রিভার্স ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে। Vivo T2x-এর রিয়ার প্যানেলটি ম্যাট ফিনিশ সহ এজি গ্লাস প্রযুক্তি দ্বারা নির্মিত।