২৫ হাজার টাকার কমে Vivo Y72 5G এর লঞ্চ আসন্ন, থাকবে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা

Vivo গতবছর থেকে Y সিরিজে বাজেট রেঞ্জে 5G স্মার্টফোন নিয়ে আসছে। কিছুদিন আগেই এই সিরিজে লঞ্চ হয়েছে Vivo Y31s Standard Edition। এছাড়াও এই সিরিজের আরও ফোন শীঘ্রই লঞ্চ হবে। Vivo Y72 5G নামের এই ফোনটি সম্প্রতি থাইল্যান্ডের NBTC সার্টিফিকেশন লাভ করেছে। পাশাপাশি ভিভো-র অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেও এই ফোনের টিজার পোস্ট করা হয়েছে। জানা গেছে ভিভো ওয়াই৭২ ৫জি ফোনে ৪৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা ও মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০ প্রসেসর থাকবে।

থাইল্যান্ডের পাবলিকেশন, thaimobilecenter এর রিপোর্ট অনুযায়ী, ভিভো তাদের থাইল্যান্ড এর টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ১০ সেকেন্ডের ভিডিও শেয়ার করে Vivo Y72 5G ফোনটির মুখ্য স্পেসিফিকেশন সামনে এনেছে। আবার ফোনটি V2041 মডেল নম্বরের সাথে থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং এন্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC) সার্টিফিকেশন পেয়েছে। যার পরে আর বলার অপেক্ষা রাখেনা ভিভো ওয়াই৭২ ৫জি শীঘ্রই বাজারে পা রাখবে।

রিপোর্টে বলা হয়েছে, Vivo Y72 5G ফোনে ৬.৪ ইঞ্চি sAMOLED এইচডি প্লাস (৭২০ x ১৪৪০ পিক্সেল) ডিসপ্লে থাকবে। এই ফোনে ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০ প্রসেসর। সাথে থাকবে ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। আবার ফোনটি অ্যান্ড্রয়েড ১০ বেসড ফ্যানটাচ ওএস ১০ কাস্টম স্কিনে চলবে।

ভিভো ওয়াই৭২ ৫জি ফোনের পিছনে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ। এর প্রাইমারি ক্যামেরা হবে ৪৮ মেগাপিক্সেল। অনুমান করা হচ্ছে বাকি দুটি ক্যামেরা হবে ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফির জন্য এতে দেওয়া হতে পারে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আবার পাওয়ার ব্যাকআপের জন্য এতে ১৮ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাথে ৪,১০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে।

Vivo Y72 5G ব্ল্যাক ও ব্লু কালারের সাথে লঞ্চ হতে পারে। এর দাম রাখা হতে পারে ১০,০০০ থাই বাত এর কাছাকাছি, যা প্রায় ২৩,৫০০ টাকার সমান। আপাতত ভিভো ওয়াই৭২ ৫জি সম্পর্কে এই তথ্যগুলিই সামনে এসেছে। এখন দেখার ভিভো অফিসিয়ালি ফোনটির লঞ্চ ডেট ঘোষণা করে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন