অফলাইন মার্কেটে বিক্রি বাড়াতে তৎপর Xiaomi, ঘোষণা করলো Grow With Mi প্রকল্পের

ভারতে নিজেদের ব্যবসাকে আরো একধাপ এগিয়ে নিয়ে যেতে চীনা সংস্থা শাওমি’র (Xiaomi) নতুন শ্লোগান – ‘গ্রো উইথ এমআই’ (Grow With Mi)। নিজেদের এই উদ্যোগের কথা শাওমি সদ্য ঘোষণা করেছে যা এদেশে সংস্থাটির ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি বেকার যুবক-যুবতীদের জন্য কর্মসংস্থানের সম্ভাবনা তৈরী করবে বলে, শাওমি ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর মনু জৈন দাবী করেছেন। যদিও তার এই দাবীর মধ্যে কতটা বাস্তবতা রয়েছে সেটা বোঝার জন্য আমাদের গ্রো উইথ এমআই প্রোজেক্ট সম্পর্কে সঠিকভাবে জেনে নেওয়া প্রয়োজন – আপাতত আমরা সেদিকেই এগোবো।

Grow With Mi বা সংক্ষেপে GWM প্রকল্পে Xiaomi-র প্রধান লক্ষ্য অনলাইন ব্যবসার পাশাপাশি, অফলাইনেও ভারতের সর্বত্র নিজেদের পণ্যের বিপুল সম্ভার নিয়ে ক্রেতাদের কাছে পৌঁছে যাওয়া। এজন্য দরকার অসংখ্য রিটেল টাচ্ পয়েন্ট এবং এক্সক্লুসিভ রিটেল স্টোর। বর্তমানে ভারতে Mi -এর প্রায় ১৫,০০০ রিটেল টাচ পয়েন্ট রয়েছে যার মধ্যে এক্সক্লুসিভ রিটেল স্টোরের সংখ্যা – ৩,০০০। সংখ্যার বিচারে এটি যথেষ্ট হলেও, Grow With Mi শ্লোগানকে সামনে রেখে শাওমি আগামী দু’বছরের মধ্যে এর দ্বিগুণ পরিমাণে পৌঁছে যেতে আগ্রহী। সেক্ষেত্রে দুই বছর পর দেশের বিভিন্ন স্থানে সংস্থাটির ৩০,০০০ রিটেল টাচ্ পয়েন্ট দেখা যেতে পারে। এর মধ্যে ৬০০০টি এক্সক্লুসিভ রিটেল স্টোর থাকবে বলে সংবাদসূত্রে জানা গিয়েছে।

শুধুমাত্র ব্যবসার শ্রীবৃদ্ধি নয়, GWM প্রকল্পের মাধ্যমে ভারতের ক্ষুদ্র উদ্যোগপতিদের সহায়তা প্রদানেও শাওমি তৎপর। এছাড়া প্রকল্পটি দশ হাজার বা তারও বেশী সংখ্যক কাজের ক্ষেত্র প্রস্তুত করবে, যার ফলে উপকৃত হবেন অসংখ্য বেকার যুবক-যুবতী। আবার নিজেদের রিটেল সহযোগীদের উন্নয়নের জন্য প্রকল্পটিতে ১০০ কোটি টাকার বিরাট আর্থিক সহায়তা প্রদানের অঙ্গীকার করা হয়েছে। পুরো ব্যাপারটিকে যত দ্রুত সম্ভব বাস্তবায়নের জন্য Xiaomi ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে বলে খবর।

‘গ্রো উইথ এমআই’ প্রোজেক্টের আরেকটি বড় চমক – Mi Retail Academy, যেখানে অনেক ছোট ছোট উদ্যোগপতি ও ব্যবসায়ীদের প্রোডাক্ট ও সেলস ট্রেনিং থেকে শুরু করে মার্কেটিং, ইন-স্টোর ডিজাইনিং, কাস্টোমার সার্ভিস, রিটেইল এক্সেলেন্স প্রভৃতি সম্পর্কে শিক্ষা প্রদান করা হবে। এর ফলে তারা নিজস্ব ব্যবসার ক্ষেত্রে আরো সাফল্য অর্জন করবেন বলে শাওমি দাবী করেছে।

সুতরাং বোঝাই যাচ্ছে যে ‘Grow With Mi’ প্রকল্পের হাত ধরে বড় শহরের পাশাপাশি, অপেক্ষাকৃত ছোট শহর, মফঃস্বল, এমনকি গ্রামে গ্রামে শাওমি’র (Xiaomi) ব্যবসা সম্প্রসারিত হবে। ফলে দেশের প্রায় সমস্ত প্রান্তের Mi -ভক্ত এবং গ্রাহকেরা অফলাইনে খুব সহজেই নিজের পছন্দের এমআই (Mi) ডিভাইস কিনে নিতে পারবেন। সর্বোপরি এই প্রকল্প দেশের নবীন সমাজের কর্মদক্ষতাকে বাড়িয়ে তুলতেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে শাওমি ইন্ডিয়ার প্রধান তার বক্তব্যে সাফ জানিয়ে দিয়েছেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন