108MP ক্যামেরার সবচেয়ে সস্তা তিন স্মার্টফোন, 8499 টাকা থেকে শুরু, দেখুন লিস্ট

Best 108mp Camera Smartphone: 108MP ক্যামেরার সস্তা স্মার্টফোনগুলির মধ্যে রয়েছে OnePlus Nord CE 3 Lite 5G, POCO M6 Plus 5G, itel S24

Suman Patra 5 Dec 2024 11:14 AM IST

আপনি যদি বাজেট সেগমেন্টে সেরা ক্যামেরা স্মার্টফোন খোঁজ করে থাকেন, তাহলে আমরা আপনাকে কয়েকটি সেরা বিকল্পের সন্ধান দেবো। এখানে আমরা যে ফোনগুলির কথা বলবো সেখানে 108-মেগাপিক্সেল প্রাথমিক রিয়ার ক্যামেরা রয়েছে। এছাড়া এই ডিভাইসগুলিতে রয়েছে দুর্দান্ত ডিসপ্লে ও শক্তিশালী প্রসেসর। আর এই স্মার্টফোনগুলির দাম 15,000 টাকারও কম। লিস্টে থাকা সবচেয়ে সস্তা ডিভাইসটির দাম 8,499 টাকা। আর এই লিস্টে রয়েছে ওয়ানপ্লাস হ্যান্ডসেটও।

1. OnePlus Nord CE 3 Lite 5G

এই ওয়ানপ্লাস ফোনের 8 জিবি র‌্যাম এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট ফ্লিপকার্টে 14,693 টাকায় পাওয়া যাচ্ছে। OnePlus Nord CE 3 Lite 5G ফোনে রয়েছে 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। আর সেলফির জন্য পাওয়া যাবে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। অন্যান্য ফিচারের কথা বললে, এতে 120Hz রিফ্রেশ রেট সহ 6.72-ইঞ্চি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 695 প্রসেসর রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে 5000mAh ব্যাটারি। এই ব্যাটারি 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

2. POCO M6 Plus 5G

এই ফোনের 6 জিবি র‌্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 11,499 টাকা। ফটোগ্রাফির জন্য এতে 108 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। আর সেলফি ক্যামেরা হিসেবে 13 মেগাপিক্সেল সেন্সর আছে। পোকোর POCO M6 Plus 5G ফোনে 6.79 ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন 4 জেন 2AE প্রসেসর ব্যবহার করা হয়েছে। ব্যাটারির কথা বললে, এই স্মার্টফোনে 5030mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

3. itel S24

আইটেলের 8 জিবি র‌্যাম এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট অ্যামাজন ইন্ডিয়ায় 8499 টাকায় পাওয়া যাচ্ছে। এর ফিচারগুলির মধ্যে আছে এলইডি ফ্ল্যাশসহ 108 মেগাপিক্সেল প্রধান রিয়ার ক্যামেরা, 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আইটেল S24 স্মার্টফোনে রয়েছে 6.6 ইঞ্চি এইচডি+ আইপিএস ডিসপ্লে। এই ডিসপ্লে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। মিডিয়াটেক হেলিও G91 প্রসেসরে কাজ করা এই ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে।

Show Full Article
Next Story