Pixel 9 সিরিজ লঞ্চের পর স্মার্টফোনের দাম 7000 টাকা কমাল Google, কিনবেন নাকি

Pixel 9 সিরিজ আত্মপ্রকাশ করতেই ভারতে Pixel 8, Pixel 8 Pro, Pixel 8a, এবং Pixel 7a স্মার্টফোনের দাম কমানোর ঘোষণা করল Google। দেশে রিলিজ হওয়ার…

Google Pixel 8 Pixel 8 Pro Pixel 8A Pixel 7A Prices Slashed In India After Pixel 9 Launch

Pixel 9 সিরিজ আত্মপ্রকাশ করতেই ভারতে Pixel 8, Pixel 8 Pro, Pixel 8a, এবং Pixel 7a স্মার্টফোনের দাম কমানোর ঘোষণা করল Google। দেশে রিলিজ হওয়ার পর এই প্রথম ফোনগুলির দাম অফিশিয়ালি কমানো হয়েছে। Pixel 8 Pro মডেলটির দাম সর্বাধিক কমেছে। এটি ৭,০০০ টাকা সস্তায় কেনা যাবে। তারপরেই রয়েছে Pixel 8। এটির দাম ৫,০০০ টাকা হ্রাস পেয়েছে। আর Pixel 7a ও Pixel 8a যথাক্রমে ৩,০০০ টাকা ও ২,০০০ টাকা সস্তা হয়েছে।

Pixel 8-এর ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি ছিল যথাক্রমে ৭৫,৯৯৯ টাকা ও ৮২,৯৯৯ টাকা। দাম কমার ফলে ফোন দু’টি কিনতে এখন খরচ হবে যথাক্রমে ৭১,৯৯৯ টাকা ও ৭৭,৯৯৯ টাকা। Pixel 8 Pro ফোনটির ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ অপশনের নতুন দাম হয়েছে ৯৯,৯৯৯ টাকা ও ১,০৬,৯৯৯ টাকা।

Pixel 8a স্মার্টফোনটির ১২৮ জিবি ২৫৬ জিবি স্টোরেজ অপশনের দাম ৫২,৯৯৯ টাকা ও ৫৯,৯৯৯ টাকা থেকে কমে বর্তমানে হয়েছে ৪৯,৯৯৯ টাকা ও ৫৬,৯৯৯ টাকা। এছাড়া, গুগলের আরও এক ফোন, Pixel 7a-এর ১২৮ জিবি মডেলের দাম ৪৩,৯৯৯ টাকা থেকে কমে এখন ৪১,৯৯৯ টাকায় এসে দাঁড়িয়েছে।

জানিয়ে রাখি, গুগল তাদের প্রথম মেড-ইন-ইন্ডিয়া স্মার্টফোন খুব সম্প্রতি প্রোডাকশন লাইন থেকে রোল আউট করেছে। পিক্সেল ৮ ফোনটি তারা ভারতে অ্যাসেম্বল করছে৷ বর্তমানে পিক্সেল ৮ সিরিজের সমস্ত স্মার্টফোন চীন ও ভিয়েতনাম থেকে আমদানি করে গুগল। উচ্চ কাস্টম ডিউটির জন্য তাদের ফোনের দাম বেশি। তবে লোকাল ম্যানুফ্যাচকারিং হওয়ার কারণে ধীর ধীরে দাম কমবে বলে আশা করা যায়।