এক সাথে চারটি ফোন, Moto G15, Moto G15 Power, Moto G05 ও Moto E15 বাজারে আনল মোটোরোলা, কোনটা কিনবেন

মোটো G15 ও G15 পাওয়ার ফোনে 2400×1080 পিক্সেল রেজোলিউশন সহ 6.72-ইঞ্চি ফুল এইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এর ডিসপ্লে 60Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।

Julai Mondal 18 Dec 2024 12:43 AM IST

Motorola তাদের জি সিরিজের চারটি নতুন স্মার্টফোন লঞ্চ করল। এই নতুন ফোনগুলি হল Moto G15, Moto G15 Power, Moto G05 এবং Moto E15। এগুলি আপাতত ইউরোপ, মধ্য প্রাচ্য, ল্যাটিন আমেরিকা এবং এশিয়ার কয়েকটি বাজারে লঞ্চ হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে যে, বিভিন্ন বাজারে এদের দাম বিভিন্ন হবে। ফিচারের কথা বললে, Moto স্মার্টফোনগুলিতে 50 মেগাপিক্সেল পর্যন্ত প্রধান ক্যামেরা এবং 6000mAh পর্যন্ত শক্তিশালী ব্যাটারি পাবেন। আসুন Moto G15, Moto G15 Power, Moto G05 এবং Moto E15 এর ফিচার এবং স্পেসিফিকেশন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Moto G15 এবং G15 Power ফিচার এবং স্পেক্স

মোটো G15 ও G15 পাওয়ার ফোনে 2400×1080 পিক্সেল রেজোলিউশন সহ 6.72-ইঞ্চি ফুল এইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এর ডিসপ্লে 60Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লে সুরক্ষার জন্য গরিলা গ্লাস 3 ব্যবহার করা হয়েছে। ডিভাইসগুলি 4 জিবি র‌্যাম এবং 512 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ এসেছে। আর পারফরম্যান্সের জন্য এগুলিতে দেওয়া হয়েছে হেলিও G81 আল্ট্রা চিপসেট।

ফটোগ্রাফির জন্য Motorola স্মার্টফোনে এলইডি ফ্ল্যাশসহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ও 5 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা উপস্থিত। সেলফির জন্য পাওয়া যাবে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। Moto G15 ও G15 পাওয়ার মডেলে যথাক্রমে 5200mAh ও 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। দুটি ফোনই 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। উভয় ডিভাইস অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেমে চলবে ‌

Moto G05 এর ফিচার এবং স্পেসিফিকেশন

এই মোটো হ্যান্ডসেটে 6.67 ইঞ্চি HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এর সর্বোচ্চ ব্রাইটনেস লেভেল 1000 নিটস। ডিসপ্লে সুরক্ষার জন্য এতে পাওয়া যাবে গরিলা গ্লাস 3। এই ফোনে 4 জিবি র‌্যাম এবং 128 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। ডিভাইসটি হেলিও G81 আল্ট্রা চিপসেট দ্বারা চালিত। ছবি তোলার জন্য এই ফোনে রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং সেলফির জন্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ আসা মোটো G05 হ্যান্ডসেটে 5200mAh ব্যাটারি রয়েছে, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেমে চলবে।

Moto E15 এর বৈশিষ্ট্য বা বিশেষত্ব

মোটো E15 ফোনে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন সহ 6.67 ইঞ্চি HD+ ডিসপ্লে দেখা যাবে। এই ডিসপ্লে 90Hz রিফ্রেশ রেট ও 1000 নিটস ব্রাইটনেস লেভেল সাপোর্ট করবে। কোম্পানি এই স্মার্টফোনে 2 জিবি এলপিডিডিআর4এক্স র‌্যাম এবং 64 জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে।

এই ফোনটি মিডিয়াটেক হেলিও G81 আল্ট্রা প্রসেসর দ্বারা চালিত। এর প্রাইমারি ক্যামেরা 32 মেগাপিক্সেল। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার দেওয়ার জন্য এতে রয়েছে 5200mah ব্যাটারি, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Show Full Article
Next Story