ফ্রি-তে লেটেস্ট সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে চান? এখনই ডাউনলোড করুন এই পাঁচটি অ্যাপ

একটা সময় ছিল যখন মন ভালো করতে কিংবা অবসর সময় কাটাতে মানুষ মূলত বই পড়া, টিভি দেখা, কিংবা আড্ডা মারার কথা ভাবতো। কিন্তু...
techgup 11 July 2022 12:41 PM IST

একটা সময় ছিল যখন মন ভালো করতে কিংবা অবসর সময় কাটাতে মানুষ মূলত বই পড়া, টিভি দেখা, কিংবা আড্ডা মারার কথা ভাবতো। কিন্তু বর্তমান ডিজিটাল যুগে বিনোদনের সংজ্ঞা অনেকটাই পাল্টে গিয়েছে। এখন মানুষের অবসর সময়ের সবচেয়ে বড়ো ভরসা হয়ে উঠেছে ইন্টারনেট। আর সাশ্রয়ী মূল্যে প্রচুর পরিমাণে ডেটা উপলব্ধ হওয়ায় চলতি সময়ে মানুষ টিভি দেখা কিংবা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখার চাইতে মোবাইলে Netflix (নেটফ্লিক্স), Disney+Hotstar (ডিজনি+হটস্টার) বা Amazon Prime Video (অ্যামাজন প্রাইম ভিডিও)-র মতো অ্যাপগুলি ডাউনলোড করে বাড়ি বসে আরামসে সিনেমা কিংবা ওয়েব সিরিজ দেখতেই বেশি পছন্দ করছেন। তবে মুশকিল হল, এই ধরনের অ্যাপগুলিতে উপলব্ধ কনটেন্ট দেখতে হলে ইউজারদেরকে প্রতি মাসে বেশ খানিকটা গাঁটের কড়ি খরচা করতে হয়। বিভিন্ন OTT (ওটিটি) অ্যাপের সাবস্ক্রিপশন নেওয়াও এখন স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে আপনি যদি সাবস্ক্রিপশনের জন্য ব্যয় না করেও অনলাইনে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে চান, তাহলেও কুছ পরোয়া নেই!

আসলে চলতি সময়ে মার্কেটে এমন অনেক অ্যাপ উপলব্ধ রয়েছে যেগুলির মাধ্যমে কোনোরকম সাবস্ক্রিপশন ছাড়াই অনলাইনে ধামাকাদার সিনেমা, ওয়েব সিরিজ, কিংবা টিভি শো দেখা যাবে। যদি এরকম অ্যাপের খবর না জেনে থাকেন, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন। কারণ আজ আমরা আপনাদেরকে এমন কয়েকটি অ্যাপের কথা জানাতে চলেছি, যেগুলি গুগল প্লে স্টোর (Google Play Store) বা অ্যাপল অ্যাপ স্টোর (Apple App Store) থেকে ডাউনলোড করলে আপনি সম্পূর্ণ নিখরচায় বিভিন্ন স্বাদের লেটেস্ট কনটেন্ট দেখার সুযোগ পাবেন। তাহলে চলুন, অ্যাপগুলির সম্পর্কে একটু বিশদে জেনে নেওয়া যাক।

এই পাঁচটি অ্যাপে বিনামূল্যে পাবেন সেরা বিনোদন

১. Voot: আপনি যদি মোবাইলে জনপ্রিয় টিভি শো দেখতে চান, তবে আপনাকে প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে ভুট অ্যাপটি ডাউনলোড করতে হবে। এই অ্যাপটির মাধ্যমে ইউজাররা কালারস (Colors) এবং এমটিভি (MTV) চ্যানেলের একাধিক শো টিভিতে টেলিকাস্ট হওয়ার ২৪ ঘণ্টা আগেই দেখে ফেলতে পারবেন। এছাড়া, এই অ্যাপে বিনামূল্যে প্রচুর সিনেমা (বিজ্ঞাপনসমেত) দেখারও সুযোগ পাবেন ব্যবহারকারীরা।

২. JioCinema: জিওসিনেমা অ্যাপটি গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে। সমস্ত জিও ব্যবহারকারীরা এই অ্যাপের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে একাধিক সিনেমা এবং টিভি সিরিজ দেখার সুযোগ পাবেন। এই অ্যাপটিতে বাংলা, হিন্দিসহ আরও অনেকগুলি ভাষার কনটেন্ট উপলব্ধ রয়েছে।

৩. MX Player: এমএক্স প্লেয়ার অ্যাপটিকে একটি অফলাইন ভিডিও প্লেয়ার হিসেবে চালু করা হলেও এখন এই প্ল্যাটফর্মটিতে অনেক পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে অ্যাপটি ১২টি ভাষার কন্টেন্ট অফার করে। ইউজাররা এই প্ল্যাটফর্মটির মাধ্যমে 'এমএক্স অরিজিনালস' (MX Originals) সহ একাধিক ফিচার শো এবং সিনেমা (অ্যাডসমেত) দেখতে সক্ষম হবেন।

৪. Tubi: আপনি যদি হলিউডের সিনেমা এবং শো-এর ভক্ত হয়ে থাকেন, তবে এই অ্যাপটি আপনার জন্য এককথায় আদর্শ। কারণ উক্ত অ্যাপে একাধিক জনপ্রিয় হলিউড মুভি উপলব্ধ রয়েছে। ইউজাররা টুবি অ্যাপ মারফত প্রচুর ইংরেজি সিনেমা এবং টিভি শো এইচডি কোয়ালিটিতে দেখার সুযোগ পাবেন। তবে মনে রাখবেন, এই স্ট্রিমিং পরিষেবাটি সম্পূর্ণ বিনামূল্যে উপলব্ধ হলেও অ্যাড-ফ্রি নয়!

৫. Plex: এই স্ট্রিমিং পরিষেবার মাধ্যমে ব্যবহারকারীরা বিনামূল্যে একাধিক জনপ্রিয় সিনেমা এবং টিভি শো দেখতে পারবেন। প্ল্যাটফর্মটিতে বিনামূল্যে ২০০টিরও বেশি লাইভ চ্যানেল দেখার সুবিধা উপলব্ধ রয়েছে। তাছাড়া এই অ্যাপে হিন্দির পাশাপাশি আরও অন্যান্য ভাষার কন্টেন্ট দেখতে সক্ষম হবেন ইউজাররা।

Show Full Article
Next Story