অন্য কোনো ফোন নয়, কেবল এই Xiaomi, Redmi ও Poco ফোনে ব্যবহার করা যাবে Airtel 5G

By :  techgup
Update: 2023-01-07 14:45 GMT

বহুদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত অক্টোবরের শুরুতে এদেশে চালু হয়েছে দ্রতগতির 5G পরিষেবা। ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর Bharti Airtel এখনও পর্যন্ত ২৫ টি শহরে তাদের ৫জি প্লাস (5G Plus) সার্ভিস রোলআউট করেছে। পাশাপাশি নতুন বছরে তারা এই তালিকাকে আরও দীর্ঘ করার প্রতিশ্রুতিও দিয়েছে। সংস্থার দাবি অনুযায়ী, ২০২৪ সালের মার্চ মাসের মধ্যে পুরো ভারতে Airtel-এর 5G Plus পরিষেবা পৌঁছে যাবে। উল্লেখ্য যে, সাম্প্রতিক সময়ে নন-স্ট্যান্ডঅ্যালোন (NSA) 5G নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহারকারীদেরকে দুরন্ত গতির নেট সার্ভিস প্রদান করছে টেলিকম কোম্পানিটি। ইতিমধ্যে অধিকাংশ স্মার্টফোনেই Airtel 5G Plus নেটওয়ার্ক সাপোর্ট করছে। তবে সমস্ত 5G ফোনেই যাতে ব্যবহারকারীরা এই দুরন্ত গতির ইন্টারনেট ব্যবহারের মজা পেতে সক্ষম হন, তার জন্য একের পর এক সফটওয়্যার আপডেট রোলআউট করে চলেছে হ্যান্ডসেট নির্মাতা সংস্থাগুলি। সেক্ষেত্রে সম্প্রতি জানা গিয়েছে যে, এবার থেকে Xiaomi, Redmi এবং Poco-র একগুচ্ছ হ্যান্ডসেটে Airtel-এর 5G Plus পরিষেবা ব্যবহার করতে পারবেন ইউজাররা। উল্লেখ্য যে, এই সমস্ত ডিভাইসগুলি মূলত একটি ব্র্যান্ডের মালিকানাধীন, এবং সেটি হল Xiaomi।

এবার থেকে Xiaomi, Redmi এবং Poco-র একগুচ্ছ হ্যান্ডসেটে সাপোর্ট করবে Airtel-এর 5G Plus পরিষেবা

রিপোর্ট অনুযায়ী, চলতি সময়ে শাওমি, রেডমি এবং পোকোর বেশ কয়েকটি স্মার্টফোনে ভারতী এয়ারটেলের ৫জি নেটওয়ার্ক সাপোর্ট করবে। অর্থাৎ, এই ডিভাইসগুলি কিনলেই তাতে এয়ারটেলের বিদ্যুৎ গতির ইন্টারনেট সার্ভিস পেতে সক্ষম হবেন ইউজাররা। সংস্থার পক্ষ থেকে ইতিমধ্যেই স্মার্টফোনগুলির জন্য ওটিএ (OTA অর্থাৎ ওভার-দ্য-এয়ার) আপডেট রোলআউট করা শুরু হয়ে গিয়েছে। এই আপডেটটি নিজেদের ফোনে ইন্সটল করে নিলেই ব্যবহারকারীরা এয়ারটেলের বিদ্যুৎ গতির নেট সার্ভিস ব্যবহারের মজা উপভোগ করতে পারবেন। চলুন, শাওমি, রেডমি এবং পোকোর যে সকল স্মার্টফোনে এয়ারটেলের ৫জি প্লাস পরিষেবা সাপোর্ট করবে, সেই তালিকাটির ওপর একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক।

Xiaomi, Redmi এবং Poco-র এই সকল স্মার্টফোনে সাপোর্ট করবে Airtel-এর 5G নেটওয়ার্ক

Xiaomi Mi 10

Xiaomi Mi 10i

Xiaomi Mi 10T

Xiaomi Mi 10T Pro

Xiaomi Mi 11 Ultra

Xiaomi Mi 11X Pro

Xiaomi Mi 11X

Poco M3 Pro 5G

Xiaomi Mi 11 Lite NE

Poco F3 GT

Xiaomi Redmi Note 11T 5G

Xiaomi 11T Pro

Xiaomi 11i HyperCharge

Xiaomi Redmi Note 10T

Xiaomi Redmi Note 11 Pro Plus

Poco M4 Pro 5G

Poco M4 5G

Xiaomi 12 Pro

Xiaomi 11i

Xiaomi Redmi 11 prime + 5G

Poco F4 5G

Poco X4 pro

Xiaomi Redmi K50i

Redmi Note 12 5G

Redmi Note 12 Pro 5G

Redmi Note 12 Pro+ 5G

সেক্ষেত্রে আপনি যদি উপরিউক্ত তালিকার অন্তর্ভুক্ত কোনো-একটি হ্যান্ডসেটের মালিক হন এবং আপনার ফোনে যদি এখনও এয়ারটেলের ৫জি নেটওয়ার্ক সাপোর্ট না করে, তাহলে সংস্থা কর্তৃক সম্প্রতি রোলআউট করা সফটওয়্যার আপডেটটি ইন্সটল করে নিলেই আপনি নিজের মুঠোফোনটিতে ঝড়ের গতির ইন্টারনেট ব্যবহারের মজা উপভোগ করতে সক্ষম হবেন।

4G-র তুলনায় প্রায় ২০-৩০ গুণ দ্রুতগতির ইন্টারনেট সার্ভিস প্রদান করবে 5G

এয়ারটেল আরও জানিয়েছে যে, এই মুহূর্তে ভারতে সংস্থার পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক পরিষেবার দৌলতে ব্যবহারকারীরা ৪জি (4G)-র তুলনায় প্রায় ২০-৩০ গুণ দ্রুতগতির ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন। সবচেয়ে বড়ো কথা হল, এর জন্য ইউজারদের কোনো ৫জি সিম কার্ডের প্রয়োজন হবে না। যেহেতু এখনও আনুষ্ঠানিকভাবে কোম্পানির কোনো ৫জি প্ল্যান রোলআউট হয়নি, তাই ব্যবহারকারীরা তাদের ৪জি সিমে বিদ্যমান রিচার্জ প্ল্যান মারফতই এই বিদ্যুৎ গতির নেট পরিষেবা ব্যবহার করতে সক্ষম হবেন। এর জন্য ইউজারদের কাছে কেবলমাত্র একটি পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক কানেক্টিভিটিযুক্ত হ্যান্ডসেট থাকাই যথেষ্ট; তবে সেটিতে এয়ারটেলের ৫জি সার্ভিস সাপোর্ট করছে কি না, তা অবশ্যই চেক করে নিতে হবে।

সাশ্রয়ী মূল্যে লঞ্চ হতে পারে Airtel-এর 5G রিচার্জ প্ল্যান

প্রসঙ্গত জানিয়ে রাখি, যেহেতু Airtel ভারতের বিভিন্ন শহর জুড়ে 5G Plus সার্ভিসের কভারেজ ছড়িয়ে দেওয়ার কাজে দ্রুত অগ্রসর হচ্ছে, তাই আগামী কয়েক মাসের মধ্যেই 5G প্ল্যান লঞ্চ হবে বলে আশা করা যেতে পারে। উল্লেখ্য যে, বিগত ৩ মাস ধরে সারা ভারতে নিজেদের 5G পরিষেবা ছড়িয়ে দেওয়ার কাজে চরম ব্যস্ত রয়েছে সংস্থাটি। তবে পঞ্চম প্রজন্মের মোবাইল সেলুলার নেটওয়ার্কের আগমন ঘটলেও 5G প্ল্যানের জন্য ভারতীয়দের কত টাকা খসাতে হবে, সে সম্পর্কে এখনও টেলিকম কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। মনে করা হচ্ছে, সারা দেশে 5G রোলআউটের কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত Airtel সহ কোনো টেলিকম সংস্থাই এ সম্পর্কে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেবে না। তবে ইতিমধ্যেই বেশ কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, 4G-র তুলনায় দাম কিছুটা বেশি হলেও গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যেই 5G প্ল্যান লঞ্চ করবে Airtel। এবার বাস্তবে ঘটনাটা ঠিক কী ঘটবে, সেটা একমাত্র সময়ই বলতে পারবে।

Tags:    

Similar News