Vodafone Idea 5G Launch: ৫জি লঞ্চের আগে বড় পদক্ষেপ ভোডাফোন আইডিয়ার
Vodafone Idea 5G Launch - ভোডাফোন আইডিয়া আগামী মার্চে ভারতে ৫জি পরিষেবার সূচনা করবে। তবে তার আগে নতুন পরিষেবার প্রচারের উদ্দেশ্যে তারা বেশি অর্থ ব্যয় করবে। এরফলে নতুন গ্রাহককে আকর্ষিত করার চেষ্টাও করবে তারা।
আগামী বছর ভোডাফোন আইডিয়া বা ভিআই ৫জি নেটওয়ার্ক লঞ্চ করবে বলে জানা গেছে। তার আগে টেলিকম সংস্থাটি একটি বড় পদক্ষেপ নিতে চলেছে। রিপোর্ট অনুযায়ী, Vodafone Idea আগামী মার্চে ভারতে ৫জি পরিষেবার সূচনা করবে। তবে তার আগে নতুন পরিষেবার প্রচারের উদ্দেশ্যে তারা বেশি অর্থ ব্যয় করবে। এরফলে নতুন গ্রাহককে আকর্ষিত করার চেষ্টাও করবে তারা। সংস্থার এক কর্মকর্তা ইকোনমিক টাইমসকে জানিয়েছেন, তারা আগামী দু'মাসের জন্য মার্কেটিং বাজেট বাড়াতে চলেছে।
এরফলে আপনি শীঘ্রই ভোডাফোন আইডিয়ার ৫জি নেটওয়ার্কের বিজ্ঞাপন টিভি বা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন। আর বিজ্ঞাপনের জন্য সংস্থাটি তাদের চিরাচরিত জুজু, পাব ইত্যাদি ব্যবহার করবে। পাশাপাশি 'হোয়াট অ্যান আইডিয়া স্যারজি' বিজ্ঞাপনও দেখা যেতে পারে।
ভিআই এর মার্কেটিং অফিসার অভিনিত খোসলা জানিয়েছেন যে, তারা ইক্যুইটি থেকে প্রাপ্ত ২৪,০০০ কোটি টাকা ৫জি নিয়ে গ্রাহকদের মধ্যে প্রচার ও পরিষেবা উন্নত করার কাজে লাগাবে। এরফলে বিদ্যমান গ্রাহকরা যেমন ৫জি পরিষেবা পাওয়ার আশায় সংস্থার হাত ছাড়বে না। তেমনি যারা ৫জি-র কারণে ভোডাফোন আইডিয়ার সিম ব্যবহার বন্ধ করেছে, তারা আবার ফিরে আসবে।
তিনি বলেছেন," নতুন নেটওয়ার্ক নিয়ে মানুষের কাছে প্রচারের এটা একটি ভালো সুযোগ। আমরা বেশ কিছু সময় ধরে এই ধরনের কাজ করতে চেয়েও পারিনি। ভিআই এর নাম প্রচারের পাশাপাশি গ্রাহকরা জানবে তারাও শীঘ্রই ৫জি পরিষেবা পাবে। পরবর্তী কয়েকটি মাসের জন্য তাই আমরা এই কৌশল নিয়েছে।"
উল্লেখ্য, গতবছর ভারতে ৫জি পরিষেবা চালু করেছে রিলায়েন্স জিও ও এয়ারটেল। দুই সংস্থা ইতিমধ্যেই ভোডাফোন আইডিয়ার অনেক গ্রাহক নিজেদের দখলে নিয়েছে। এছাড়া ৪জি পরিষেবাও সবজায়গায় ভালো না হওয়ায় ভিআই এর হাত ছেড়েছে অনেকে। এমত পরিস্থিতিতে টেলিকম সংস্থাটি পরিষেবা উন্নত না করলে নতুন গ্রাহককে আকর্ষিত করতে পারবে না।