BSNL Recharge Plan: দিনে খরচ ৩.৫০ টাকার কম, BSNL এর এই প্ল্যানের চেয়ে সস্তা আর কোনো রিচার্জ প্ল্যান নেই

BSNL Recharge Plan - BSNL এর রিচার্জ প্ল্যানের মূল্য ১,১৯৮ টাকা। এখানে ৩৬৫ দিন অর্থাৎ এক বছরের ভ্যালিডিটি পাওয়া যায়। ফলে যারা ঘনঘন রিচার্জ করতে চান না, তাদের জন্য এটি উপযুক্ত।

Update: 2024-11-02 17:48 GMT

ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL তাদের গ্রাহকদের কাছে সস্তা রিচার্জ প্ল্যানের জন্য ব্যাপক জনপ্রিয়। সম্প্রতি এই সরকার মালিকানাধীন টেলিকম সংস্থাটি একটি রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। এই প্ল্যান তাদের জন্য আদর্শ যারা কম খরচে দীর্ঘদিন কলিং ও ডেটা বেনিফিট পেতে চান। আর BSNL এর এই প্রিপেড প্ল্যান রিচার্জ করলে গ্রাহকদের দৈনিক ৩.৫০ টাকার কম খরচ হবে। যেখানে বেসরকারি টেলিকম সংস্থাগুলির রিচার্জ প্ল্যানের দাম দৈনিক ৫ টাকার উপরে, সেখানে সংস্থার এই প্ল্যান যথেষ্ট আকর্ষণীয়।

BSNL এর নতুন এক বছরের রিচার্জ প্ল্যান, দিনে খরচ হবে ৩.৫০ টাকার কম

BSNL ১১৯৮ টাকার ৩৬৫ দিনের রিচার্জ প্ল্যান

আমরা যে BSNL এর রিচার্জ প্ল্যানের কথা বলছি তার মূল্য ১,১৯৮ টাকা। এখানে ৩৬৫ দিন অর্থাৎ এক বছরের ভ্যালিডিটি পাওয়া যায়। ফলে যারা ঘনঘন রিচার্জ করতে চান না, তাদের জন্য এটি উপযুক্ত। আর এই প্রিপেড প্ল্যানের জন্য মাসে ১০০ টাকার কম খরচ করতে হয়। সুবিধার কথা বললে, এখানে প্রতি মাসে ভারতের যেকোনো নেটওয়ার্কে কল করার জন্য ৩০০ মিনিট পাওয়া যাবে।

এছাড়া ১১৯৮ টাকার প্ল্যানে BSNL প্রতিমাসে ৩ জিবি ইন্টারনেট ডেটা ও ৩০টি ফ্রি এসএমএস অফার করে। শুধু তাই নয়, এই রিচার্জ প্যাকের সাথে ফ্রি ন্যাশনাল রোমিংয়ের সুবিধা পাওয়া যায়।

এদিকে জানিয়ে রাখি, BSNL দিওয়ালি অফার হিসেবে ৩৬৫ দিনের আরেকটি প্ল্যানের দাম ১০০ টাকা কমিয়েছে। এখন ১,৯৯৯ টাকার বার্ষিক প্ল্যান ১,৮৯৯ টাকায় রিচার্জ করা যাবে। এই অফার আগামী ৭ নভেম্বর, ২০২৪ পর্যন্ত পাওয়া যাবে। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও সেলফ কেয়ার অ্যাপে নতুন দাম সহ রিচার্জ প্ল্যানটি উপলব্ধ। এখানে আনলিমিটেডে কলিং, মোট ৬০০ জিবি ইন্টারনেট ডেটা সহ রোজ ১০০ এসএমএস পাওয়া যায়।

Tags:    

Similar News