সবচেয়ে কম খরচে আনলিমিটেড কল ও ডেটা চান? Airtel এর ২১, ২৪ ও ২৮ দিনের সেরা প্ল্যানগুলি দেখে নিন
প্রিপেড প্ল্যান ব্যবহারের ক্ষেত্রে প্রতিটি গ্রাহকের বিভিন্ন রকম চাহিদা থেকে থাকে। কারণ প্রত্যেকের প্রয়োজনীয়তা অনুসারে তার চাহিদা ভিন্ন হয়। কেউ দীর্ঘদিনের ভ্যালিডিটি বিশিষ্ট প্রিপেড প্ল্যান চান, আবার কেউ অল্পদিনের ভ্যালিডিটি বিশিষ্ট প্রিপেড প্ল্যানের খোঁজ করে থাকেন। এই কারণেই ভারতের অন্যতম টেলিকম অপারেটর Bharti Airtel তার গ্রাহকদের বিভিন্ন ভ্যালিডিটি বিশিষ্ঠ প্রিপেড প্ল্যান অফার করে থাকে। তবে সেই প্ল্যান গুলির মধ্যে তিনটি উল্লেখযোগ্য প্রিপেড প্ল্যান হলো ২১ দিন, ২৪ দিন এবং ২৮ দিনের ভ্যালিডিটি যুক্ত প্রিপেড প্ল্যান। চলুন Airtel এর এই প্ল্যানগুলির মূল্য ও বেনিফিট দেখে নেওয়া যাক।
Airtel-এর ২১ দিনের প্রিপেড প্ল্যান
ভারতী এয়ারটেলের একটি ২০৯ টাকার প্রিপেড প্ল্যান আছে, যার ভ্যালিডিটি ২১ দিন। আর এই প্ল্যানটি দৈনিক ১ জিবি ডেটার সাথে আনলিমিটেড ভয়েস কল এবং ১০০টি এসএমএস অফার করে থাকে। এছাড়াও, এর সাথে গ্রাহকেরা এয়ারটেল হ্যালো টিউনস এবং উইঙ্ক মিউজিকের মত সুবিধাগুলিও পেয়ে যাবেন।
Airtel-এর ২৪ দিনের প্রিপেড প্ল্যান
এয়ারটেল ১৫৫ টাকায় একটি প্ল্যান অফার করে, যার ভ্যালিডিটি ২৪ দিন। গ্রাহকেরা এখানে দৈনিক ১ জিবি ডেটা সহ আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন ১০০ টি এসএমএস পাবেন। তাছাড়া এর সাথে ব্যবহারকারীরা পেয়ে যাবেন বিনামূল্যে হ্যালো টিউনস এবং উইঙ্ক মিউজিক অ্যাক্সেস করার সুযোগ।
Airtel-এর ২৮ দিনের প্রিপেড প্ল্যান
এই কোম্পানিটির ২৮ দিন ভ্যালিডিটি বিশিষ্ট বেশ কয়েকটি প্রিপেড প্ল্যান আছে। তবে আমরা এখানে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের যে প্ল্যানটি সম্পর্কে কথা বলব তার দাম মাত্র ১৭৯ টাকা। এই প্ল্যানটিতে প্রতিদিন ২ জিবি ডেটার সাথে আনলিমিটেড ভয়েস কল এবং দৈনিক ৩০০ টি এসএমএসের সুবিধা দেওয়া হবে। তাছাড়া, আগের দুটি প্ল্যানের মতোই এতেও গ্রাহকেরা হ্যালো টিউনস এবং উইঙ্ক মিউজিক উপভোগ করতে পারবেন।
উল্লেখ্য, Bharti Airtel ইতিমধ্যেই গ্রাহকদের জন্য 5G পরিষেবা চালু করেছে। তবে উপরিউক্ত কোনো প্ল্যানেই গ্রাহকেরা 5G পরিষেবা পাবে না। কারণ কোম্পানির তরফে জানানো হয়েছে যে, পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক ব্যবহার করার জন্য ২৩৯ বা তার বেশি টাকার প্ল্যান রিচার্জ করতে হবে।