দামের সাথে বেড়েছে সুবিধাও, ২০০ টাকার কমে সেরা Airtel-এর এই প্ল্যান, Jio, BSNL-রা কোথায়?
গত মাসে রিচার্জ খরচ বেড়েছে অনেকটাই, সেক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলির সাথে পাল্লা দিতে ২০০ টাকার কম দামি পুরোনো রিচার্জ প্ল্যানকে এখন নতুন সুবিধার সাথে অফার করছে এয়ারটেল।
পুরো এক মাস হল ভারতের বেসরকারী টেলিকম কোম্পানিগুলির মোবাইল রিচার্জের খরচ বৃদ্ধি পেয়েছে। সবার প্রথমে রিলায়েন্স জিও, তার প্রিপেইড প্ল্যানের দাম সংশোধন করে, যার পরিপ্রেক্ষিতে ভারতী এয়ারটেল, ভোডাফোন-আইডিয়ার মতো বাকি দুটি সংস্থাও তাদের রিচার্জ ট্যারিফ বাড়িয়েছে। যদিও, দাম বৃদ্ধির পরেও টেলকোগুলি দাম অনুযায়ী ভিন্ন ভিন্ন ক্যাটেগরিতে বিভিন্ন রিচার্জ প্ল্যান অফার করছে, যাদের সুবিধাও ভিন্ন রকম। এমতাবস্থায় আপনি যদি এয়ারটেল গ্রাহক হন এবং এখন ২০০ টাকার কমে রিচার্জ করার জন্য সেরা কোনো প্ল্যানের সন্ধানে থাকেন, তাহলে এই প্রতিবেদন আপনারই জন্য।
আসলে এখানে আমরা এয়ারটেলের ২০০ টাকার কম দামি একটি প্ল্যান সম্পর্কে কথা বলব, যাতে আপনি আনলিমিটেড কলিং থেকে শুরু করে পর্যাপ্ত এসএমএস এবং কিছু এক্সট্রা বেনিফিট পাবেন। বিপরীতে সংস্থার কিছু প্রতিদ্বন্দ্বী অপারেটর রিচার্জের কী বিকল্প দিচ্ছে সেটাও প্রতিবেদনে স্পষ্ট হয়ে যাবে।
এয়ারটেল ১৯৯ টাকার প্রিপেড প্ল্যান: কম খরচে কী লাভ পাবেন?
আলোচ্য এয়ারটেল প্ল্যানটির দাম ১৯৯ টাকা, যা আগে ১৭৯ টাকায় রিচার্জের জন্য উপলব্ধ ছিল। সেক্ষেত্রে এর দামও খুব বেশি বাড়েনি, আর সুবিধারও বিশেষ হেরফের হয়নি। এই প্ল্যান রিচার্জ করলে ২৮ দিনের বৈধতায় আনলিমিটেড কলিং ও মোট ২ জিবি ডেটা পাওয়া যাবে। তবে আগে যেখানে এতে পুরো ভ্যালিডিটির জন্য নির্দিষ্ট সংখ্যক এসএমএস বরাদ্দ ছিল, সেখানে এখন রোজ ১০০টি এসএমএস মিলবে। অতিরিক্তভাবে রিচার্জকারীরা পাবেন হ্যালো টিউনস এবং উইঙ্ক মিউজিকের ফ্রি অ্যাক্সেস।
বিপরীতে জিওর ১৯৯ টাকার প্রিপেইড প্ল্যান
জিও-ও বর্তমানে ১৯৯ টাকার একটি প্রিপেইড প্ল্যান অফার করে যাতে দৈনিক ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং রোজ ১০০টি এসএমএসের সুবিধা উপলব্ধ; এর বৈধতা ২৩ দিন।
এছাড়া প্ল্যানটি রিচার্জ করলে জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউডের মতো পরিষেবাগুলিতে ফ্রি অ্যাক্সেস মিলবে।
বিএসএনএলের ১৯৯ টাকার প্রিপেড প্ল্যান
সরকারি সংস্থা বিএসএনএল কিন্তু সুবিধা প্রদানের নিরিখে জিও-এয়ারটেলদের থেকে খুব একটা পিছিয়ে নেই। তারাও ১৯৯ টাকার একটি প্রিপেইড প্ল্যান অফার করে থাকে যাতে ৩০ দিনের বৈধতায় দৈনিক ২ জিবি ডেটা, রোজ ১০০টি এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলিংয়ের বেনিফিট পাওয়া যায়। তবে এতে কোনো অতিরিক্ত সুবিধা অন্তর্ভুক্ত নেই।
সেক্ষেত্রে সব মিলিয়ে দেখা যাচ্ছে যে ডেটা, ভ্যালিডিটি ইত্যাদির দিক দিয়ে বিএসএনএলের প্ল্যানটিই তুলনামূলকভাবে শ্রেষ্ঠ। তাই আপনার এলাকায় এই সংস্থার নেটওয়ার্ক কভারেজ ভালো হলে, আপনি এর হাত ধরার কথা বিবেচনা করে দেখতেই পারেন।