30 দিন ফ্রি-তে ব্যবহার করা যাবে Airtel-এর 3 কানেকশনের প্ল্যান, রয়েছে 5G এবং OTT বেনিফিটও

Update: 2023-03-25 08:50 GMT

বিগত কয়েক সপ্তাহে দেশে 5G কভারেজ আরও প্রসারিত করার পর, এবার গ্রাহকদের সুবিধার জন্য একটি নতুন প্ল্যান নিয়ে হাজির হল Bharti Airtel। অতিসম্প্রতি দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানিটি ৭৯৯ টাকা দামের 'Black Postpaid' প্ল্যান চালু করেছে। মজার ব্যাপার হল যে, এই প্ল্যানটি বেছে নিলে গ্রাহকরা দুটি অ্যাড-অন কানেকশনের পাশাপাশি একটি ডিটিএইচ কানেকশন উপভোগ করতে পারবেন। অর্থাৎ এক রিচার্জের খরচেই মিলবে একাধিক বান্ডল বেনিফিট। চলুন, এখন Airtel-এর ৭৯৯ টাকার নয়া পোস্টপেইড প্ল্যানের সেই সমস্ত সুবিধাগুলিই এক নজরে দেখে নিই।

সদ্য লঞ্চ হওয়া ৭৯৯ টাকা দামের Airtel Black Postpaid প্ল্যানের সুবিধা

এমনিতে এয়ারটেল ব্ল্যাক পোস্টপেইডে মোবাইল, ডিটিএইচ এবং ব্রডব্যান্ড পরিষেবা একত্রে মানে বান্ডল অবস্থায় পাওয়া যায়। সেক্ষেত্রে ৭৯৯ টাকার এই নতুন প্ল্যানে টেলকো দুটি মোবাইল কানেকশন অফার করছে, যার ফলে ইউজাররা একটি রেগুলার সিম এবং একটি ফ্রি অ্যাড-অন সিম ব্যবহার করতে পারবেন। এর সাথে পাওয়া যাবে ১০৫ জিবি ডেটা এবং আনলিমিটেড লোকাল/এসটিডি কলের সুবিধা। শুধু তাই নয়, এটির গ্রাহকরা ২৬০ টাকা মূল্যের টিভি চ্যানেলের পাশাপাশি একটি ডিটিএইচ কানেকশনেরও অ্যাক্সেস পাবেন।

৭৯৯ টাকার Airtel Black প্ল্যানের এক্সট্রা বেনিফিট

উল্লিখিত সুবিধাগুলি ছাড়াও এয়ারটেলের ৭৯৯ টাকার ব্ল্যাক পোস্টপেইড প্ল্যানটি অ্যামাজন প্রাইম ভিডিও (Amazon Prime Video), ডিজনি+হটস্টার (Disney+Hotstar) এবং এয়ারটেল এক্সট্রিম (Xstream) অ্যাপের সার্ভিস উপভোগ করতে দেবে। উপরন্তু এটি অন্যান্য পরিষেবা যেমন ওয়ান বিল অ্যান্ড ওয়ান কল সেন্টার, ডেডিকেটেড রিলেশনশিপ টিম, প্রায়োরিটি রেজোলিউশন, ৬০ সেকেন্ডে কল পিক-আপ, ফ্রি সার্ভিস ভিজিট এবং বাই নাও পে লেটার জাতীয় অপশনও অফার করবে।

এক্ষেত্রে প্ল্যানটির কানেকশন গ্রাহকরা প্রথম ৩০ দিন ফ্রি বেনিফিট উপভোগ করতে পারবেন। মিলবে ফ্রি ইনস্টলেশন, বিলে ছাড় ইত্যাদি সুবিধাও। আবার আপনি যদি ৫জি (5G) ব্যবহারকারী হন, তবে এই প্ল্যানটি কিন্তু আপনাকে আনলিমিটেড হাই স্পিড ডেটা ব্যবহারের সুযোগও দেবে।

Tags:    

Similar News