বছর শেষে চুপচাপ 1499 টাকার নতুন প্ল্যান আনল Airtel, মিলবে ফ্রি Netflix সাবস্ক্রিপশন ও আরও বহু কিছু

Update: 2023-11-25 06:14 GMT

ভারতের টেলিকম সেক্টরে Bharti Airtel একটি অত্যন্ত পুরোনো নাম, যা সময়ের সাথে তাল মিলিয়ে এবং দেশের বর্তমান শীর্ষস্থানীয় নেটওয়ার্ক অপারেটর Reliance Jio-র সাথে পাল্লা দিয়ে গ্রাহকদের সেরা মানের পরিষেবা দেওয়ার চেষ্টা করে চলেছে। সাধারণ মানুষের চাহিদা মেটাতে প্রায়শই তাদের নানা সুবিধাজনক পদক্ষেপ নিতে দেখা যায়। সেক্ষেত্রে ২০২৩ সালের শেষদিকে পৌঁছে নিজের বিস্তৃত (পড়ুন বিচিত্র) রিচার্জ প্ল্যান পোর্টফোলিওতে একটি নতুন সংযোজন ঘটালো Airtel। আসলে বর্তমান সময়ে বিনোদনের জন্য আমার-আপনার মতো অনেকেই OTT প্ল্যাটফর্মগুলির ওপর নির্ভরশীল – এর মধ্যে Netflix প্ল্যাটফর্মটি আবার অধিকাংশেরই পছন্দের তালিকার প্রথমে থাকে। এমতাবস্থায় Airtel অতিসম্প্রতি এমন একটি নতুন প্রিপেইড প্ল্যান নিয়ে এসেছে যাতে রোজ অনেকটা ডেটা এবং আরও অন্যান্য যাবতীয় সুবিধার সাথে Netflix-এর ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এই নতুন প্ল্যানটির দাম রাখা হয়েছে ১,৪৯৯ টাকা, এটিই Airtel-এর প্রথম এবং বর্তমানে একমাত্র প্ল্যান যা ভারত জুড়ে তার প্রিপেইড কাস্টমারদের বিনামূল্যে Netflix সাবস্ক্রিপশন অফার করবে। আসুন, এখন Airtel-এর ১,৪৯৯ টাকার নতুন প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

Airtel এনেছে ১,৪৯৯ টাকার বান্ডেলড প্রিপেইড প্ল্যান, সুবিধা কী?

এয়ারটেলের সদ্য লঞ্চ হওয়া ১,৪৯৯ টাকার প্রিপেইড প্ল্যানটি ইতিমধ্যে গোটা দেশে রিচার্জের জন্য উপলব্ধ। আপনাকে জানিয়ে রাখি যে, এই প্ল্যান সম্পর্কে কোম্পানি কোনো ঘোষণা করেনি, কার্যত নিঃশব্দে তাদের ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপে এটি যুক্ত হয়েছে। মৌলিক সুবিধা বলতে এই প্ল্যানে ৩ জিবি দৈনিক ডেটা, সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এবং রোজ ১০০টি করে এসএমএস পাওয়া যাবে৷ এর বৈধতা ৮৪ দিন।

এক্ষেত্রে প্ল্যানটিতে অতিরিক্ত সুবিধা হিসেবে ফ্রি হ্যালোটিউনস (Hellotunes), অ্যাপোলো ২৪/৭ সার্কেল (Apollo 24|7 Circle) ও উইঙ্ক মিউজিক (Wynk Music)-এর অ্যাক্সেস পাওয়া যাবে। সবচেয়ে বড় ব্যাপার হল যে এটি ১৯৯ টাকার নেটফ্লিক্স বেসিক সাবস্ক্রিপশন বিনামূল্যে ব্যবহার করতে দেবে – প্ল্যানের পুরো মেয়াদ অবধি সময়ের জন্য। শুধু তাই নয়, প্ল্যানটি রিচার্জ করলে আপনি আনলিমিটেড ৫জি (5G) ডেটাও পেয়ে যাবেন।

কীভাবে Airtel প্ল্যানের Netflix বেনিফিট কাজে লাগাবেন?

১,৪৯৯ টাকার এয়ারটেল প্ল্যানটি রিচার্জ করে এয়ারটেল থ্যাঙ্কস (Airtel Thanks) অ্যাপের মাধ্যমে আনলিমিটেড ৫জি ডেটা এবং নেটফ্লিক্স বেসিক সাবস্ক্রিপশনের বেনিফিট ক্লেইম করতে হবে। এক্ষেত্রে 'ডিসকভার থ্যাঙ্কস বেনিফিট' (Discover Thanks benifit) পেজের অধীনে, আপনি নির্দিষ্ট অপশন দেখতে পাবেন, সেখানে প্রদত্ত 'ক্লেইম' (Claim) অপশনে ক্লিক করলেই সাবস্ক্রিপশন সক্রিয় হয়ে যাবে।

Tags:    

Similar News