'ভারত সঞ্চার নিগম লিমিটেড' বা বিএসএনএল (BSNL) আগামী বছরের মার্চ মাসের মধ্যে 4G পরিষেবা চালু করবে বলে আশা করা হচ্ছে। এর আগে সংস্থাটি ২০২৩ সালের জানুয়ারির মধ্যে ৪জি নেটওয়ার্ক রোলআউট করবে বলে দাবি করা হচ্ছিল। কিন্তু সাম্প্রতিক একটি ঘোষণার পর মনে হচ্ছে সংস্থাটি তাদের মত বদলেছে। তবে জানা গেছে, টেলিকম অপারেটরটি প্রথমে মেট্রো শহরগুলিতে 4G পরিষেবা উপলব্ধ করবে এবং পরবর্তীতে অন্যান্য সার্কেলকেও কভারেজ পাওয়া যাবে। শুধু তাই নয়, BSNL ২০২৩ সালের আগস্টে 5G পরিষেবা রোলআউট করবে বলে জানা গেছে।
২০২৩ সালের মার্চ মাসে 4G পরিষেবা রোলআউটের কাজ শুরু করতে পারে BSNL
এই বিষয়ে 'টেলিকমিউনিকেশন বিভাগ' বা DoT -এর এক কর্মকর্তা জানিয়েছেন, বিএসএনএল ইতিমধ্যেই দেশ জুড়ে মোট ১.১২ লক্ষ টাওয়ার স্থাপন করছে। অর্থাৎ আগামী বছরের প্রথমার্ধেই সংস্থাটি ৪জি পরিষেবা চালু করতে পারে। যদিও এই সরকারি টেলিকম অপারেটরটি যতবার ৪জি রোলআউটের পরিকল্পনা করেছে, ততবারই কোনো না কোনো সমস্যার কারণে ক্রমাগত লঞ্চের টাইমলাইন পিছিয়ে দিতে বাধ্য হয়েছে৷ কিন্তু এবার মনে হচ্ছে বিএসএনএল ৪জি অপারেশন শুরু করার জন্য বদ্ধপরিকর। এক্ষেত্রে, TCS, Tejas, CDOT কোম্পানিগুলি টেলিকম অপারেটরটির ৪জি পরিষেবা বন্টনের দায়িত্বে থাকতে পারে বলে আশা করা হচ্ছে।
সাম্প্রতিক একটি রিপোর্ট অনুসারে, ভারত সরকার ১.৬৪ লক্ষ কোটি টাকার রিভাইভাল প্যাকেজ অনুমোদন করেছে বিএসএনএল -এর জন্য। এছাড়া DoT এই সরকারি সংস্থার জন্য 5G স্পেকট্রাম সংরক্ষিত করে রেখেছে।
২০২৩ সালের আগস্টের মধ্যে 5G পরিষেবা চালু করবে BSNL
বিএসএনএল -এর ৪জি নেটওয়ার্ক নিয়ে অনেকেই হয়তো খুব একটা আগ্রহ প্রকাশ করবেন না। কারণ বেসরকারি ইতিমধ্যেই দেশের একাধিক বড় শহরে ৫জি বন্টনের কাজ শুরু করে দিয়েছে। ফলে এই সরকারি টেলিকম অপারেটরটি যে যথেষ্টই ধীর গতিতে চলছে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে এখন যে খবরটি আমরা দিতে চলেছি তা হয়তো আপনাদের উৎফুল্লিত করতে পারে। টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি ঘোষণা করেছেন যে, ২০২৩ সালের আগস্ট মাসের মধ্যে ৫জি পরিষেবা লঞ্চ করবে বিএসএনএল। অর্থাৎ ৪জি এবং ৫জি উভয় নেটওয়ার্কের সম্প্রসারণ একই সময়ে সম্পন্ন হবে। অশ্বিনী আরও দাবি করেছেন যে, আগামী ২৪ থেকে ৩৬ মাসের মধ্যে দেশের ৮০% এলাকায় ৫জি পরিষেবা উপলব্ধ করা হবে। আর এই কাজ বাস্তবায়িত হবে সরকারি সংস্থার হাত ধরে।