BSNL 5G Trail: শুরু হচ্ছে বিএসএনএল এর ৫জি নেটওয়ার্কের ট্রায়াল, কোন কোন শহরে জানুন
Jio, Airtel এবং Vodafone Idea মোবাইল ট্যারিফ বৃদ্ধির পরে BSNL এই সকল বেসরকারি টেলিকম অপারেটরদের টেক্কা দিতে আরও সক্রিয় হয়ে উঠেছে। আর তাই বিএসএনএল এখন সারাদেশে তাদের পরিষেবা উন্নত করার জন্য কাজ শুরু করে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী এযাবত বিএসএনএল সারাদেশে ১৫,০০০ নতুন ৪জি টাওয়ার মোতায়েন করেছে।
এদিকে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ঘোষণা করেছেন যে, অক্টোবরের শেষ নাগাদ বিএসএনএল ৮০,০০০ টাওয়ার স্থাপন করবে এবং পরবর্তী বছরের মার্চ মাসের মধ্যে তারা আরও ২১,০০০টি টাওয়ার ইন্সটল সম্পূর্ণ করবে। সুতরাং, ২০২৫ সালের মার্চ মাসের মধ্যেই বিএসএনএল ৪জি নেটওয়ার্কের ১ লক্ষ টাওয়ার মোতায়েন করে ফেলবে। এছাড়া তিনি আরো বলেছেন যে, ভবিষ্যতে বিএসএনএল তাদের এই ৪জি টাওয়ারগুলিকেই আপগ্রেড করে ৫জি টাওয়ারে পরিণত করবে।
প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের টেলিকম স্টার্টআপ এবং কোম্পানিগুললি সরাসরি ৫জি ট্রায়াল পরিচালনা করার জন্য সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল-এর সাথে আলোচনা শুরু করেছে। আর আশা করা যাচ্ছে, আগামী ১ থেকে ৩ মাসের মধ্যে এই ট্রায়ালগুলি শুরু হতে পারে। উল্লেখ্য, এই ট্রায়ালের জন্য প্রাইভেট নেটওয়ার্ক (সিএনপিএন)-এর উপর ফোকাস করা হবে।
এদিকে, বিএসএনএল যদি একবার তার এই কাজে সফল হয়ে যায়, তাহলে তারা জিও এবং এয়ারটেলের জন্য উদ্বেগজনক হয়ে উঠবে। কারণ বর্তমানে জিও ও এয়ারটেল ভারতের একমাত্র ৫জি পরিষেবা প্রদানকারী। আর সেখানে বিএসএনএল যদি ৫জি বাজারে প্রবেশ করে, তাহলে বেসরকারি টেলকোগুলিকে বড়সড়ো লোকসানের মুখোমুখি হতে হবে।
কোন কোন শহরে থাকবে BSNL 5G ?
এই প্রকল্পটি প্রাথমিকভাবে বিএসএনএল-এর ৭০০ মেগা হার্টজ ব্যান্ডকে কেন্দ্র করে শুরু করা হবে। উল্লেখ্য, বেঙ্গালুরুর বিভিন্ন সরকারি অফিস এবং ক্যাম্পাসে, রাজধানী দিল্লির সঞ্চার ভবন এবং জেএনইউ ক্যাম্পাসে, দিল্লি এবং হায়দ্রাবাদ আইআইটিতে, গুরগাঁওয়ের বেশ কিছু অঞ্চলে এবং চেন্নাই-এর ইন্ডিয়া হ্যাবিটেন্ট সেন্টার সহ গুরগাঁও-এর বেশ কিছু অঞ্চলে এই পরিষেবা শুরু করা হতে পারে।
লাইভ BSNL 5G ট্রায়াল
ভয়েস অফ ইন্ডিয়ান কমিউনিকেশন টেকনোলজি এন্টারপ্রাইজেস (ভলসিই)-এর জেনারেল ডিরেক্টরের মতে, বর্তমানে বিএসএনএল স্পেকট্রাম, টাওয়ার, ব্যাটারি/পাওয়ার সাপ্লাই সহ বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচার সরবরাহ করতে প্রস্তুত। আর তাই তারা বর্তমানে সাধারণ মানুষের ব্যবহারের জন্য লাইভ ৫জি ট্রায়াল করতে চায়।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি, ভয়েস অফ ইন্ডিয়ান কমিউনিকেশন টেকনোলজি এন্টারপ্রাইজেস (ভলসিই) হলো এমন একটি সংস্থা যার সাথে টাটা কনসালটেন্সি সার্ভিসেস, তেজস নেটওয়ার্ক, ভিএনএল, ইউনাইটেড টেলিকমস, কোরাল টেলিকম এবং এইচএফসিএল-এর মতো একাধিক ভারতীয় টেলিকম সংস্থা জড়িত রয়েছে।
কোন কোন কোম্পানি এই প্রকল্পের সাথে যুক্ত?
গ্যালোর নেটওয়ার্ক, ওয়েলমেনি, ডব্লিউ৪এস ল্যাবস, সুকথা কনসাল্টিং, কোরাল টেলিকম, আমান্ত্য টেকনোলজিস, ভিভিডিএন, ভারত আরএএন কনসোর্টিয়াম, সিগন্যালট্রন এবং রেসননের মতো বেশ কয়েকটি ভারতীয় কোম্পানি এই ট্রায়ালগুলি পরিচালনা করার প্রস্তাব দিয়েছে।
এই কোম্পানিগুলি ৫জি বা ৫জি ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস (এফডব্লিউএ), নেটওয়ার্ক স্লাইসিং টেস্ট, প্রাইভেট অটোমেটিক ব্রাঞ্চ এক্সচেঞ্জ (পিএবিএক্স) এবং মোবাইল ফোনে সহজ যোগাযোগের উপর ভিত্তি করে ভয়েস, ভিডিও এবং ডেটা পরিষেবার মতো ক্ষেত্রে কাজ করবে।