একদিকে Jio, অন্যদিকে BSNL! কয়েক কোটি গ্রাহক পাবেন 1 মাসের ফ্রি ডেটা, কলিং এবং OTT বেনিফিট
মার্কেট শেয়ার এবং জনপ্রিয়তার নিরিখে অনেকটা পেছনে থাকলেও, BSNL বা Bharat Sanchar Nigam Limited কিন্তু বর্তমানে নিজের পরিষেবার মাধ্যমে প্রাইভেট কোম্পানিগুলিকে জোর টেক্কা দিচ্ছে। এই মূল্যবৃদ্ধির জমানায় দাঁড়িয়েও সরকারি টেলিকম অপারেটর তথা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারটি এমন এমন সব সস্তা প্ল্যান অফার করছে, যেখানে কাস্টমাররা দেদার সুবিধা পাচ্ছেন। BSNL-এর ২,৯৯৮ টাকার ফাইবার-টু-দ্য-হোম প্ল্যানও এমনই একটি বিকল্প, যা Reliance-এর ২,৪৯৯ টাকার Jio Fiber প্ল্যানের সাথে প্রতিযোগিতা করে। দুই সংস্থার ব্রডব্যান্ড প্ল্যানই এক বছর অবধি রিচার্জের ঝামেলা মুক্ত রাখে। কিন্তু Jio বা BSNL, কে ঠিক কীরকম সুবিধা দিচ্ছে? আসুন তবে উল্লিখিত প্ল্যানদুটির বিষয়ে বিশদ জেনে নিই…
BSNL-এর ২,৯৯৮ টাকার প্ল্যানের সুবিধা
বিএসএনএলের এই ব্রডব্যান্ড প্ল্যানটি ১৩ মাসের বৈধতার সাথে আসে, যেখানে রিচার্জকারীরা প্রতি মাসে ১০ এমবিপিএস পর্যন্ত ইন্টারনেট স্পিডে সর্বাধিক ১০ জিবি ডেটা পাবেন – ডেটা লিমিট শেষ হয়ে যাওয়ার পর ইন্টারনেট স্পিড কমে 1Mbps হয়ে যাবে। এতে কোম্পানি ফিক্সড লাইন ভয়েস কলিংয়ের সুবিধাও দেবে। এছাড়া এই প্ল্যানের সাহায্যে সর্বাধিক তিনটি ডিভাইসকে ওয়াই-ফাই (Wi-Fi)-এর সাথে সংযুক্ত করা যাবে।
Jio Fiber-এর ২,৪৯৯ টাকার প্ল্যান
জিওর এই ফাইবার প্ল্যানটির ১২ মাসের সাবস্ক্রিপশনের জন্য আপনাকে ২৯,৯৮৮ টাকা+জিএসটি (GST) দিতে হবে। এতে ৫০০ এমবিপিএস ইন্টারনেট স্পিড, আনলিমিটেড ডেটা ও ফ্রি ভয়েস কলিংয়ের বেনিফিট পাওয়া যাবে। আবার এটি ৫৫০টিরও বেশি টিভি চ্যানেলের অ্যাক্সেস এবং Netflix (Standard), Amazon Prime, Disney+ Hotstar, Sony Liv, ZEE5, Jio Cinema ইত্যাদির ফ্রি সাবস্ক্রিপশনও অফার করবে। শুধু তাই নয়, এটি ৩০ দিনের অতিরিক্ত বৈধতাও দেবে।
সেক্ষেত্রে হাই স্পিড, বেশি পরিমাণ ডেটা পেতে হলে আপনার জন্য জিও প্ল্যানটিই শ্রেয়। আবার দীর্ঘ মেয়াদে স্বাভাবিক গতিতে ইন্টারনেট পেতে এবং খরচ বাঁচাতে বিএসএনএল প্ল্যানটি কাজে আসবে। কিন্তু মনে রাখবেন সরকারি কোম্পানির এই প্ল্যানটি কেবলমাত্র নতুন ব্যবহারকারীদের জন্য।