BSNL Broadband কানেকশন নিন সম্পূর্ণ বিনামূল্যে, ইনস্টল করতে এক টাকাও খরচ হবে না
বাড়িতে ব্রডব্যান্ড কানেকশন নেওয়ার কথা ভেবে থাকলে, আপনার জন্য রয়েছে একটি সুখবর। তবে তার আগে আপনাকে ঠিক করতে হবে আপনি কোন কোম্পানির ব্রডব্যান্ড কানেকশন নেবেন। যদি BSNL Broadband কানেকশন নিতে চান, তবেই রয়েছে দুর্দান্ত অফার। আসলে BSNL-এর ব্রডব্যান্ড কানেকশন নিলে এখন কোনো ইনস্টলেশন চার্জ দিতে হবে না আপনাকে। সম্প্রতি BSNL তার নতুন গ্রাহকদের জন্য এই ফি মুকুব করার সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে BSNL ফাইবার কানেকশনের জন্য গ্রাহকদের ৫০০ টাকা জমা করতে হত। আবার এই কানেকশন যদি কপারের হতো, তাহলে ২৫০ টাকা চার্জ নেওয়া হত। তবে সংস্থাটি এখন ঘোষণা করেছে যে, আগামী ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত ব্রডব্যান্ড কানেকশনের জন্য গ্রাহকদের এক টাকাও ইনস্টলেশন চার্জ দিতে হবে না। BSNL মূলত আরও গ্রাহককে আকর্ষিত করতেই এই লোভনীয় অফারটি নিয়ে হাজির হয়েছে।
BSNL এর ব্রডব্যান্ড প্ল্যান
বিএসএনএল -এর একাধিক ব্রডব্যান্ড প্ল্যান রয়েছে। তবে সংস্থার সবচেয়ে সস্তা আনলিমিটেড প্ল্যান শুরু হয় ৩২৯ টাকা থেকে। এখানে গ্রাহকরা ২০ এমবিপিএস স্পিডে ১০০০ জিবি ডেটা এবং বিনামূল্যে ফিক্সড-লাইন ভয়েস কলিং কানেকশনের সুবিধা পাওয়া যায়। আর এই ইন্টারনেটের কোটা একবার শেষ হয়ে গেলে, তখন ডেটা স্পিড কমে ৪ এমবিপিএস হয়ে যায়। এই প্ল্যানটি শুধুমাত্র দেশের গ্রামীন এলাকায় বসবাসকারী গ্রাহকদের জন্য উপলব্ধ।
উল্লেখ্য, এই প্ল্যানটি ছয় মাসের জন্য একসঙ্গে রিচার্জ করলে বিএসএনএল গ্রাহকরা বিনামূল্যে একটি সিঙ্গেল ব্যান্ড ওএনটি ওয়াইফাই রাউটার পাবেন। আর বারো মাসের জন্য রিচার্জ করলে গ্রাহকেরা পেয়ে যাবেন একটি ডুয়েল ব্যান্ড ওয়াইফাই রাউটার।