4G লঞ্চের আগে জোর ধাক্কা খেল BSNL, লোকসান 1400 কোটি টাকার বেশি
শীঘ্রই 4G পরিষেবা লঞ্চ করতে চলেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। তবে তার আগেই বড়সড়ো ধাক্কা খেল এই সরকারি টেলকোটি। চলতি অর্থবছরের দ্বিতীয় কোয়ার্টারে টেলকোটির ১,৪৮৪ কোটি টাকা লোকসান হয়েছে, যা আগের কোয়ার্টারের লোকসানের প্রায় সমান। উল্লেখ্য, প্রথম কোয়ার্টারে এই রাষ্ট্র-চালিত টেলিকম সংস্থার লোকসান ছিল ১,৪৮৮ কোটি টাকা। তবে, BSNL-এর জন্য একটি ইতিবাচক দিক হলো, গতবছরের তুলনায় তাদের লোকসান কমেছে। গতবছরের দ্বিতীয় কোয়ার্টারে তাদের লোকসান ছিল ২,০৫৬ কোটি টাকা।
আপাতত ২০২৪ অর্থবছরের প্রথম ছয় মাসে BSNL এর মোট ২,৯৭২ কোটি টাকা ক্ষতি হয়েছে। যেখানে গত বছরের একই সময়ের সংস্থাটির লোকসানের পরিমাণ ছিল ৩,৫৪২ কোটি টাকা। তাই, কেন্দ্রীয় সরকার আশা করছে ২০২৭ নাগাদ ৪জি লঞ্চ হবার পর সংস্থাটি নিশ্চয় লাভের মুখ দেখবে।
ইতিমধ্যেই, বিএসএনএল জানিয়েছে যে, ২০২৩ অর্থবছরে তাদের আয় ৩৫ শতাংশ বেড়ে ১,৫৫৯ কোটি টাকা হয়েছে৷ আর, ভবিষ্যতে ৪জি রোলআউটের পর, সংস্থাটি ওয়্যারলেস সার্ভিসেও অংশীদারিত্ব বাড়াবে এবং সামগ্রিক আয় বৃদ্ধি করবে বলে আশা করছে।
চলতি ত্রৈমাসিকে, রাজস্বের সর্বাধিক অংশ সেলুলার, লিজড লাইন এবং FTTH (ফাইবার-টু-দ্য-হোম) পরিষেবাগুলি থেকে এসেছে। অবশ্যই, সেলুলার পরিষেবাই বৃহত্তম রাজস্ব অবদানকারী ছিল।
প্রসঙ্গত, চলতি অর্থবছরের দ্বিতীয় কোয়ার্টারে সংস্থার কর্মচারীর জন্য খরচ হ্রাস পেয়েছে। কর্মচারীদের জন্য গতবছরে এই সময়ে যেখানে ২,১০৮ কোটি টাকা খরচ হয়েছিল, সেখানে চলতি বছরে খরচ হয়েছে ১,৮৮২ কোটি টাকা।