BSNL এর সামনে মাথা নিচু Jio-র, 91 টাকার রিচার্জ প্ল্যানে মিলছে 90 দিনের ভ্যালিডিটি
বিএসএনএল ১০০ টাকার মধ্যে সেরা প্ল্যান অফার করার জন্য আগে থেকেই পরিচিত। নতুন ৯১ টাকার প্ল্যানটিও গ্রাহকদের মন জয় করে নেবে। এটি একটি প্রিপেড প্ল্যান, যার সাথে ৯০ দিনের বৈধতা পাওয়া যায়।
বেসরকারি সংস্থার রিচার্জ প্ল্যান ব্যয়বহুল হয়ে ওঠার পর ফের বাজারে ফিরছে BSNL। আর সুযোগ বুঝে সংস্থাটি নতুন নতুন প্ল্যান লঞ্চ করছে। এই প্ল্যানগুলি আগের মতোই সস্তা। তবে মাথায় রাখতে হবে যে, BSNL এখনও 3G পরিষেবা দেয়, যদিও আশা করা হচ্ছে যে শীঘ্রই সংস্থাটি 4G নেটওয়ার্ক লঞ্চ করবে। বিএসএনএল সম্প্রতি একটি প্ল্যান লঞ্চ করেছে, যা প্রায় ১ টাকায় ১ দিন ভ্যালিডিটি দেয়। আসুন এই প্ল্যানের সুবিধাগুলি দেখে নেওয়া যাক।
BSNL লঞ্চ করল ৯১ টাকার প্ল্যান
বিএসএনএল ১০০ টাকার মধ্যে সেরা প্ল্যান অফার করার জন্য আগে থেকেই পরিচিত। নতুন ৯১ টাকার প্ল্যানটিও গ্রাহকদের মন জয় করে নেবে। এটি একটি প্রিপেড প্ল্যান, যার সাথে ৯০ দিনের বৈধতা পাওয়া যায়, অর্থাৎ মাত্র ১ টাকায় একদিনের বৈধতা পাওয়া যায়। এই দামে কোনও বেসরকারি সংস্থার কোনো প্ল্যান নেই।
বিএসএনএলের এই প্ল্যানটি তাদের জন্য ভালো যারা তাদের নম্বর চালু রাখতে সস্তা প্ল্যান খোঁজ করছেন। এখানে প্রতি মিনিট ১৫ পয়সা রেটে কল করা যাবে এবং ১ টাকা করে ১ এমবি ডেটা পাওয়া যাবে।
বিএসএনএলের একটি ১০৭ টাকার প্ল্যানও রয়েছে, যা ৩৫ দিনের বৈধতা দেয়। এই প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের সুবিধা না থাকলেও সমস্ত নেটওয়ার্কে ২০০ মিনিট কল করা যাবে। আর এখানে ৩৫ দিনের জন্য ৩ জিবি ডেটা পাওয়া যাবে।