রিচার্জ করলে বিনামূল্যে Smart TV ও Projector, Excitel লঞ্চ করল দুর্ধর্ষ দুই 400mbps প্ল্যান
বর্তমানে ভারতের একটি দ্রুত বর্ধনশীল ইন্টারনেট কোম্পানি Excitel তাদের গ্রাহকদের জন্য দুটি নতুন ব্রডব্যান্ড প্ল্যান ঘোষণা করেছে। এই প্ল্যানগুলির সাথে ৪০০ এমবিপিএস পর্যন্ত ইন্টারনেট স্পিডের সাথে স্মার্ট টিভি (Smart TV) এবং একটি হোম প্রজেক্টর (Home Projector) পাওয়া যাবে। তবে এটাই প্রথমবার নয়, এর আগেও Excitel তার ব্যবহারকারীদের ব্রডব্যান্ড প্ল্যানের সাথে স্মার্ট টিভি অফার করেছে। প্রসঙ্গত, গত মাসেই Excitel "Cable Cutter" নামে একটি ব্রডব্যান্ড প্ল্যান ঘোষণা করেছিল। যার সাথে ব্যবহারকারীদের স্মার্ট টিভির সাথে ৪০০ এমবিপিএস স্পিডে ইন্টারনেট পরিষেবা দেওয়া হয়। স্মার্ট টিভি বা হোম প্রজেক্টর ছাড়াও Excitel তার গ্রাহকদের বেশ কয়েকটি ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন দিয়ে থাকে। চলুন Excitel এই নতুন ব্রডব্যান্ড প্ল্যানগুলিতে কি কি সুবিধা দিচ্ছে দেখে নেওয়া যাক।
Excitel এর নতুন 400MBPS ব্রডব্যান্ড প্ল্যান
এক্সাইটেল এখন তার গ্রাহকদের দুটি ৪০০ এমবিপিএস ব্রডব্যান্ড প্ল্যান অফার করছে, যেগুলির ভ্যালিডিটি ১ মাস। আর এই প্ল্যানের দাম যথাক্রমে, ১২৯৯ টাকা এবং ১৪৯৯ টাকা। উল্লেখ্য, বর্তমানে প্রায় ৩৫টিরও বেশি শহরে এক্সাইটেল তার পরিষেবাগুলি পৌঁছে দিচ্ছে।
এছাড়াও, উভয় ব্রডব্যান্ড প্ল্যানই গ্রাহকদের ১৬টিরও বেশি ওটিটি প্ল্যাটফর্ম, ৫৫০টিরও বেশি লাইভ টিভি চ্যানেল অ্যাক্সেস করার অনুমতি দেয়। উল্লেখ্য, এই ১৬টি ওটিটি প্ল্যাটফর্মের তালিকায় ডিজনি প্লাস হটস্টার, সোনি লিভ এবং জি৫-এর মত একাধিক জনপ্রিয় অ্যাপ উপস্থিত।
Excitel তার ১২৯৯ টাকার প্ল্যানের সাথে একটি Wybor 32 WHS-C9 80 CM স্মার্ট ফ্রেমলেস HD ক্লাউড টিভি অফার করে। আর ১৪৯৯ টাকার প্ল্যানের সাথে পাওয়া যাবে EGate K9 প্রো-ম্যাক্স অটোমেটিক, ফুল এইচডি ১০৮০ পি নেটিভ, ৬৬০ ANSI, হোম ৪কে-এর জন্য ২১০ ইঞ্চির (৫৩৩ সেমি) স্ক্রীন বিশিষ্ট Android প্রজেক্টর।
অর্থাৎ এই দুটি নতুন প্ল্যানে গ্রাহকেরা শুধুমাত্র যে হাই স্পিড ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন পাবেন তা নয়, এর মাধ্যমে বাড়ির সমস্ত রকম বিনোদনের চাহিদাও পূরণ হবে। তাই যাদের এখনও স্মার্ট টিভি বা হোম প্রজেক্টর কেনা হয়নি, কিন্তু তারা কিনবেন বলে ভাবছেন, তারা Excitel-এর এই প্ল্যানগুলিরর যেকোনো একটি বেছে নিয়ে বিনোদনের অভিজ্ঞতা পেতে পারেন।