গ্রাহক বাড়তেই প্ল্যানের দাম বাড়ালো Netflix, এখন সাবস্ক্রিপশন নিতে গেলে কত খরচ হবে

Avatar

Published on:

Netflix Subscription Plan Prices Hike

জনপ্রিয় ভিডিও কনটেন্ট স্ট্রিমিং প্ল্যাটফর্ম Netflix তাদের সাবস্ক্রিপশন প্ল্যানের মূল্য নির্বাচিত দেশে বাড়ানোর সিদ্ধান্ত নিল। প্ল্যাটফর্মটি মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্সে তাদের বিদ্যমান সাবস্ক্রিপশন প্ল্যানগুলির দামে পরিবর্তন এনেছে। ফলে ব্যবহারকারীদের আগের চেয়ে বেশি অর্থ প্রদান করতে হবে। 

উল্লেখ্য, Netflix সম্প্রতি বিশ্বব্যাপী ৯০ লক্ষ নতুন গ্রাহক যুক্ত করেছে। মনে করা হচ্ছে পাসওয়ার্ড শেয়ারিং পলিসি পরিবর্তন করার জন্যই এই সাফল্য পেয়েছে সংস্থাটি। পাসওয়ার্ড শেয়ার করার সুবিধা আর না থাকায় ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্ট অন্যদের সাথে শেয়ার করতে পারবে না।

এত বাড়ছে Netflix সাবস্ক্রিপশন প্ল্যানের দাম 

নেটফ্লিক্স মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের প্রিমিয়াম অ্যাড-ফ্রি প্ল্যানের দাম প্রতি মাসে ৩ ডলার বাড়িয়েছে এবং এখন থেকে ব্যবহারকারীদের এর জন্য ২২.৯৯ ডলার খরচ করতে হবে। এ ছাড়া ওয়ান স্ট্রিম বেসিক প্ল্যানের দাম প্রতি মাসে ২ ডলার বাড়ানো হয়েছে। এই পরিবর্তনকে সংস্থার বিনিয়োগকারীরা স্বাগত জানিয়েছে এবং নেটফ্লিক্সের শেয়ারের মূল্য ১০ শতাংশেরও বেশি বেড়েছে।

ভারতে নেটফ্লিক্স প্ল্যানের মূল্য

ভারতীয় বাজারে Netflix ৪টি প্ল্যান অফার করে, যার দাম ১৪৯ টাকা, ১৯৯ টাকা, ৪৯৯ টাকা এবং ৬৪৯ টাকা। এগুলি সবই মাসিক প্ল্যান। ১৪৯ টাকার মোবাইল প্ল্যানে শুধুমাত্র ৪৮০পি পর্যন্ত কোয়ালিটির ভিডিও মোবাইল ডিভাইসে দেখা যাবে। 

অন্যান্য প্ল্যানে মোবাইল ডিভাইস ছাড়াও কম্পিউটার এবং টিভিতে স্ট্রিমিংয়ের বিকল্প পাওয়া যায়। ১৯৯ টাকার বেসিক প্ল্যানে ৭২০পি, ৪৯৯ টাকার স্ট্যান্ডার্ড প্ল্যানে ১০৮০পি এবং ৬৪৯ টাকার প্রিমিয়াম প্ল্যানে ৪কে+ এইচডিআর ভিডিও স্ট্রিমিং কোয়ালিটি পাওয়া যায়। 

সঙ্গে থাকুন ➥