৯০ দিন পুরো নিশ্চিন্ত, Jio, Airtel ও Vodafone Idea-র এই রিচার্জ প্ল্যানে কলিং সহ রোজ ২.৫ জিবি পর্যন্ত ডেটা

By :  techgup
Update: 2023-06-05 08:57 GMT

ভারতীয় গ্রাহকদের মধ্যে অনেকেই দীর্ঘ মেয়াদী প্ল্যান পছন্দ করেন। এই কারণে টেলিকম কোম্পানিগুলিও বিভিন্ন ধরনের প্ল্যান নিয়ে আসে। Reliance Jio, Airtel, Vi-এর পোর্টফোলিওতে এক বছর পর্যন্ত মেয়াদের প্ল্যান রয়েছে। এছাড়াও আপনি যদি এর চেয়ে কম মেয়াদের একটি প্ল্যান চান, তাহলে আপনার কাছে বিকল্পের অভাব নেই। রিলায়েন্স জিও, এয়ারটেল এবং ভোডাফোন-আইডিয়া (ভিআই) ব্যবহারকারীদের ৯০ দিনের বৈধতার কয়েকটি প্ল্যান অফার করে। এই প্ল্যানগুলিতে, আপনি প্রতিদিন ২.৫ জিবি পর্যন্ত ডেটা সহ বিনামূল্যে কলিং এবং আরো অনেক অতিরিক্ত সুবিধা পাবেন।

Reliance Jio-র ৮৯৯ টাকার প্ল্যান

রিলায়েন্স জিও-র এই প্ল্যানের ভ্যালিডিটি ৯০ দিন। এতে আপনি প্রতিদিন ২.৫জি ডেটা পাবেন। এছাড়া পাওয়া যাবে আনলিমিটেড ৫জি ডেটা। সাথে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০ টি এসএমএস দেওয়া হবে। আবার জিওর এই প্ল্যানের সাথে জিও টিভি এবং জিও সিনেমার মতো অ্যাপ্লিকেশনগুলির সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

Airtel-র ৭৭৯ টাকার প্ল্যান

এয়ারটেলের এই প্ল্যানে আপনি প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাবেন। সংস্থাটি আবার আনলিমিটেড ৫জি ডেটাও দিচ্ছে। এর সাথে গ্রাহকরা আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০ টি ফ্রি এসএমএস পাবেন। আবার এখানে অতিরিক্ত সুবিধার মধ্যে রয়েছে উইঙ্ক মিউজিকের বিনামূল্যে সাবস্ক্রিপশন। এই প্ল্যানের ভ্যালিডিটি ৯০ দিন।

Vodafone Idea-র ৯০৩ টাকার প্ল্যান

ভোডাফোন আইডিয়ার এই প্ল্যানের ভ্যালিডিটি ৯০ দিন। এখানে ইন্টারনেট ব্যবহারের জন্য প্রতিদিন ২ জিবি ডেটা দিচ্ছে সংস্থাটি। সাথে আনলিমিটেড কলিং এবং দৈনিক ১০০টি ফ্রি এসএমএস পাওয়া যাবে। আবার এই প্ল্যানের গ্রাহকদের ৯০ দিনের জন্য সনি লিভের বিনামূল্যে সাবস্ক্রিপশনও দিচ্ছে সংস্থাটি। এছাড়া বিঞ্জ অল নাইট, উইকেন্ড ডেটা রোলওভার এবং ডেটা ডিলাইটসের মতো অতিরিক্ত সুবিধাও দেওয়া হচ্ছে।

Tags:    

Similar News