নজর ফেরানো দায়, Motorola Edge 60 Fusion আসছে চোখ ধাঁধানো কালার অপশনের সাথে

Motorola এখন চমৎকার ডিজাইন ও কালার অপশনের ফোন বাজারে আনছে। শোনা যাচ্ছে ব্র্যান্ডটি Mocha Mousse কালার অপশন সহ একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আসলে ২০২৫ সালে প্যানটোন ঘোষিত ‘কালার অফ দা ইয়ার’ হয়েছে এই Mocha Mousse, আর Motorola ঠিক করেছে, তাদের জনপ্রিয় Edge 60 Fusion ডিভাইসটিকে এই কালার অপশন সহ বাজারে আনবে। ফোনটি এখন চারটি কালার অপশন সহ বিক্রির জন্য উপলব্ধ আছে।
Motorola Edge 60 Fusion আসছে নতুন Mocha Mousse কালার অপশনে
উল্লেখ্য, গত বছর Motorola এই একই কালার অপশন সহ Edge 50 Neo ও Razr 50 Ultra ডিভাইস দুটি লঞ্চ করেছিল। ক্রেতারাও স্মার্টফোন দুটির এমন কালার অপশনের যথেষ্ট প্রশংসা করেছিল। এবার সেই সাফল্য ধরে রাখতে Edge 60 Fusion-এর জন্যেও ব্র্যান্ডটি এই ট্রেন্ডিং কালার অপশন বেছে নিচ্ছে।
Motorola Edge 60 Fusion এখন চারটি রঙে পাওয়া যায়
Motorola Edge 60 Fusion এখন চারটি প্যানটোন কালার অপশনে পাওয়া যায়- অ্যামাজনাইট, স্লিপস্ট্রিম, জেফার, আর মাইকোনোস ব্লু। এদের সাথে এবার যুক্ত হতে চলেছে এই Mocha Mousse কালার অপশনটি। ইতিমধ্যেই ফোনটির এই নতুন ভ্যারিয়েন্টের কিছু ছবি সামনে এসেছে, যা যথেষ্ট নজরকাড়া লেগেছে আমাদের।
যদিও এখনো Motorola আনুষ্ঠানিকভাবে এই নতুন মডেলের লঞ্চের তারিখ ঘোষণা করেনি। তবে আশা করা যায় শীঘ্রই হ্যান্ডসেটটি নতুন কালার অপশন সহ চলে আসবে। আর এর ফিচার বা দামে কোনো পরিবর্তন আনা হবে না বলেই আমাদের অনুমান।
Motorola Edge 60 Fusion এর ফিচার ও স্পেসিফিকেশন
এই ফোনে আছে ৬.৬৭ ইঞ্চি ১২০ হার্টজ পিওএলইডি ডিসপ্লে, ডাইমেনসিটি ৭৩০০ (গ্লোবাল) ও ৭৪০০ (ভারত ও ইন্দোনেশিয়া) প্রসেসর, অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম, ৮ জিবি বা ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি বা ৫১২ জিবি স্টোরেজ।
ফটোগ্রাফির জন্য এর পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ১৩ মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। আর সামনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এর গ্লোবাল ভার্সনে ৫২০০ এমএএইচ এবং ভারতীয় ভার্সনে ৫৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
দাম
ভারতে Motorola Edge 60 Fusion এর দাম শুরু হয়েছে ২২,৯৯৯ টাকা থেকে।
Photo Credit: ytechb