Redmi 15 5G ফোনের আজ প্রথম সেল, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে 7000mAh ব্যাটারি

Redmi 15 5G কয়েকদিন আগে ভারতে লঞ্চ হয়েছিল। আজ প্রথমবার ফোনটি সেলে বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে। দুপুর ১২টায় Amazon ও শাওমি ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডিভাইসটি কেনা যাবে। লঞ্চ অফার হিসেবে ক্রেতারা ব্যাঙ্ক অফারের লাভ ওঠাতে পারবেন না। Redmi 15 5G স্মার্টফোনে আছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৭০০০ এমএএইচ ব্যাটারি।

Redmi 15 5G এর দাম এবং কালার অপশন

ভারতে রেডমি ১৫ ৫জি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে। এরমধ্যে ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা। আর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ১৫,৯৯৯ টাকা এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ১৬,৯৯৯ টাকা। এটি ফ্রস্টেড হোয়াইট, মিডনাইট ব্ল্যাক এবং স্যান্ডি পার্পল কালার অপশনে এসেছে।

Redmi 15 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ডিসপ্লে

Redmi 15 5G ফোনে আছে ৬.৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ২৮৮ হার্টজ পর্যন্ত টাচ স্যাম্পলিং রেট ও ৮৫০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। এই ডিসপ্লে লো ব্লু লাইট, ফ্লিকার ফ্রি এবং সার্কেডিয়ান-ফ্রেন্ডলি সার্টিফিকেশন সহ এসেছে।

প্রসেসর ও সফটওয়্যার

ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ প্রসেসর দ্বারা চালিত। এতে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপারওএস ২.০ কাস্টম স্কিন রয়েছে। কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে যে, মডেলটি দুটি ওএস আপগ্রেড এবং চার বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাবে।

ক্যামেরা ও এআই

Redmi 15 5G স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ক্যামেরা এআই স্কাই, এআই বিউটি ও এআই ইরেজ সাপোর্ট করবে। সাথে গুগলের AI ফিচার যেমন Gemini ও Circle to Search ব্যবহার করার সুবিধা রয়েছে।

ব্যাটারি ও চার্জিং

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭০০০ এমএএইচ সিলিকন-কার্বন ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং ও ১৮ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করে।

অন্যান্য ফিচার

এই ফোনে ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেম, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, আইপি৬৪ রেটিং উপস্থিত।