১৫ হাজার টাকার কমে Samsung, LG, Xiaomi ও Toshiba-র সেরা স্মার্ট টিভি, সাথে আকর্ষণীয় অফার

যারা কম খরচে নতুন স্মার্ট টিভি (Smart TV) কিনতে চাইছেন তাদের জন্য সেরা সুযোগ। এই মুহূর্তে অনেক কম দামে পাওয়া যাচ্ছে Samsung, LG, Xiaomi ও Toshiba-র ৩২ ইঞ্চি স্মার্ট টিভি। আপনি ১৫ হাজার টাকারও কমে টিভিগুলি কিনতে পারবেন। ই-কমার্স সাইট অ্যামাজন টিভিগুলি ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফার সহ বিক্রি করছে। এই প্রতিবেদনে আমরা ব্র্যান্ডগুলির জনপ্রিয় চারটি মডেলের দাম ও ফিচার সম্পর্কে আলোচনা করবো।

Samsung এর ৩২ ইঞ্চি Smart TV

অ্যামাজনে স্যামসাংয়ের ৩২ ইঞ্চি এইচডি স্মার্ট এলইডি টিভি এখন মাত্র ১৩,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। এর সাথে ১,৫০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার রয়েছে। এই টিভিতে আছে ৫০ হার্টজ রিফ্রেশ রেট ও ১৩৬৬ x ৭৬৮ পিক্সেল রেজোলিউশনের ডিসপ্লে। সাউন্ডের জন্য রয়েছে ২০ ওয়াট স্পিকার, দুটি এইচডিএমআই পোর্ট, একটি ইউএসবি পোর্ট, ওয়াই-ফাই ও ব্লুটুথ সাপোর্ট।

LG এর ৩২ ইঞ্চি Smart TV

এলজির ৩২ ইঞ্চি এইচডি রেডি স্মার্ট টিভি এখন অ্যামাজনে বিক্রি হচ্ছে ১৩,৫৯০ টাকায়। এর সাথেও ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে। এই টিভিতে পাওয়া যাবে ৬০ হার্টজ রিফ্রেশ রেট ও ১৩৬৬ x ৭৬৮ পিক্সেল রেজোলিউশনের ডিসপ্লে। টিভিটি ১০ ওয়াট স্পিকার, ওয়েবওএস অপারেটিং সিস্টেম, দুইটি এইচডিএমআই, একটি ইউএসবি পোর্ট, ওয়াই-ফাই ও ব্লুটুথ সাপোর্ট সহ এসেছে।

Xiaomi এর ৩২ ইঞ্চি Smart TV

অ্যামাজন ইন্ডিয়ায় শাওমির ৩২ ইঞ্চি এইচডি রেডি কিউএলইডি স্মার্ট টিভি এখন ১৩,৯৯৯ টাকায় তালিকাভুক্ত। এর সাথে ১,৫০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফারের লাভ ওঠানো যাবে। এতে আছে ১৩৬৬ x ৭৬৮ পিক্সেল রেজোলিউশনের ডিসপ্লে, ২০ ওয়াট স্পিকার যা DTS-X সাপোর্ট করে।

Toshiba এর ৩২ ইঞ্চি Smart TV

তোশিবার ৩২ ইঞ্চি এইচডি রেডি কিউএলইডি স্মার্ট টিভি এখন ১২,৯৯৯ টাকায় কেনা যাচ্ছে। সাথে রয়েছে স্পেশাল ব্যাঙ্ক অফার। এতে ২০ ওয়াট ডলবি অডিও স্পিকার পাওয়া যাবে।