২৭ কোটির প্লেয়ারের পর পর ব্যর্থতা, রিশভ পন্তকে টি-টোয়েন্টির অযোগ্য বলছেন সমর্থকরা

আজ শনিবার, ১৯ এপ্রিল আইপিএল ২০২৫-এর গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছে লখনউ সুপার জায়ান্টস (LSG)। তবে ম্যাচ শুরুর পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এলএসজির অধিনায়ক রিশভ পন্ত (Rishabh Pant)। আজও তিনি ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। ৯ বল খেলে মাত্র ৩ রান করে ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে আউট হয়ে ফিরে গেছেন এই বাঁহাতি উইকেটকিপার ব্যাটসম্যান। রিভার্স সুইপ খেলতে গিয়ে ধ্রুব জুরেলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যেতে হয়েছে তাকে।

২৭ কোটি টাকায় দলে ভিড়িয়েছিল লখনউ সুপার জায়ান্টস

রিশভ পন্তকে এলএসজি ২০২৫ আইপিএল নিলামে ২৭ কোটি টাকায় দলে নেয়, যা তাকে আইপিএল ইতিহাসের সবচেয়ে দামী খেলোয়াড়ে পরিণত করেছে। তবে পারফরম্যান্সে তিনি সবাইকে হতাশ করেছেন। এ পর্যন্ত টুর্নামেন্টে তার সংগ্রহ মাত্র ১০৬ রান, তাও ১০৮ বল খেলে, স্ট্রাইক রেট ৯৮.১৪ এবং গড় ১৫.১৪। যদিও পন্ত গত ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৬৩ রানের ইনিংস খেলেছিলেন।

পন্তের এই ধারাবাহিক ব্যর্থতায় সমর্থকদের ভেতর ক্ষোভ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে শুরু হয়েছে ট্রোলিং। অনেকেই বলছেন, পন্ত অধিনায়ক না হলে তাকে বহু আগেই দল থেকে বাদ দেওয়া হতো। কেউ কেউ তো আরও এক ধাপ এগিয়ে তাকে টি-টোয়েন্টির অযোগ্য খেলোয়াড় বলেছেন।

রাজস্থান রয়্যালসের জন্য ১৮১‌ রানের লক্ষ্য

তবে পন্তের ব্যর্থতার পরও এলএসজি লড়াই ছাড়েনি। ৭.৪ ওভারে ৫৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গেলেও, এডেন মারক্রাম এবং আয়ুষ বাদোনির ব্যাটে ঘুরে দাঁড়ায় দলটি। মারক্রাম ৪৫ বলে ৬৬ এবং বাদোনি ৩৪ বলে ৫০ রান করে দলকে লড়াইয়ের জায়গায় নিয়ে যান। শেষের দিকে আবদুল সামাদের ১০ বলে ৩০ রানের ঝড়ো ইনিংসে ভর করে এলএসজি ৫ উইকেট হারিয়ে ১৮০ রানের সম্মানজনক স্কোরে পৌঁছায়।

এই মুহূর্তে রাজস্থান রয়্যালস ১৫.১ বলে ২ উইকেটে ১৩৫ রান তুলেছে। জয়ের জন্য তাদের ২৮ বলে ৪০ রান দরকার।