10200mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল Moto Pad 60 PRO, রয়েছে মোটো পেন প্রো স্টাইলাস সাপোর্ট

প্রত্যাশা মতো মোটোরোলা আজ ভারতে মিড-রেঞ্জ ট্যাবলেট Moto Pad 60 PRO লঞ্চ করল। এর দাম রাখা হয়েছে ৩০,০০০ টাকার কম। এতে পাওয়া যাবে 3K ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩০০ প্রসেসর, ১০,২০০ এমএএইচ ব্যাটারি ও অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম। আর Moto Pad 60 PRO ট্যাবটি Moto Pen Pro স্টাইলাস সাপোর্ট সহ এসেছে। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Moto Pad 60 PRO এর দাম
মোটো প্যাড ৬০ প্রো এর ৮ জিবি মডেলের দাম ২৬,৯৯৯ টাকা এবং ১২ জিবি মডেলের দাম ২৮,৯৯৯ টাকা। তবে লঞ্চ অফারে এটি ২,০০০ টাকা ব্যাঙ্ক অফার সহ কেনা যাবে। ফ্লিপকার্ট থেকে এটি অর্ডার করা যাবে। ট্যাবটি প্যানটোন ব্রোঞ্জ গ্রীন রঙে পাওয়া যাচ্ছে।
Moto Pad 60 PRO এর স্পেসিফিকেশন ও ফিচার
মোটো প্যাড ৬০ প্রো ট্যাবে আছে ১২.৭ ইঞ্চির LCD ডিসপ্লে, যার রেজোলিউশন 3K এবং রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩০০ অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। ট্যাবলেটটি ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ (UFS 3.1) এবং ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ (UFS 4.0) সহ এসেছে। এতে ১ টিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করবে।
সাউন্ডের জন্য মোটো প্যাড ৬০ প্রো ট্যাবলেটে কোয়াড JBL স্পিকার সিস্টেম উপস্থিত, যা ডলবি অ্যাটমস প্রযুক্তি সাপোর্ট করবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ১০,২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি Moto Pen Pro স্টাইলাস সাপোর্ট সহ এসেছে। ফটোগ্রাফির জন্য এতে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।