এবার ভারতে আসছে OnePlus Pad 3, সেলের সময় ঘোষণা কোম্পানির, রয়েছে 12140mAh ব্যাটারি

ইউরোপের পর এবার ভারতে আসছে OnePlus Pad 3। আজ সংস্থার তরফে তাদের নতুন ট্যাবলেটের ভারতে লঞ্চের সময় নিশ্চিত করা হয়েছে। ভারতের বাজারে সেপ্টেম্বর ২০২৫ থেকে OnePlus Pad 3 পাওয়া যাবে। যদিও এর নির্দিষ্ট লঞ্চের তারিখ এখনও ঘোষণা করা হয়নি। উল্লেখ্য চলতি জুলাই মাসে OnePlus ভারতে এনেছে Nord 5, Nord CE 5 স্মার্টফোন এবং নতুন OnePlus Buds 4 ইয়ারবাডস। আসুন ট্যাবলেটটি সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।
OnePlus Pad 3 এর ফিচার ও স্পেসিফিকেশন
ডিসপ্লে ও প্রসেসর
ইউরোপে OnePlus Pad 3 ট্যাবটি ১৩.২ ইঞ্চি ৩.৪কে ডিসপ্লে সহ লঞ্চ হয়েছে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ এবং ব্রাইটনেস ৯০০ নিটস পর্যন্ত। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এটি একটি প্রিমিয়াম ট্যাবলেট।
স্টোরেজ ও ক্যামেরা
OnePlus Pad 3 দুটি স্টোরেজ আপশনে বাজারে এসেছে – ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ। ফটোগ্রাফির জন্য এর পিছনে রয়েছে LED ফ্ল্যাশ সহ ১৩ মেগাপিক্সেলে ক্যামেরা। আর সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
ব্যাটারি
সাউন্ডের জন্য এই ট্যাবে মোট ৮টি স্পিকার উপস্থিত, যা মাল্টিমিডিয়া অভিজ্ঞতা আরও বাড়িয়ে দেবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ১২,১৪০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
OnePlus Pad 3 এর দাম ও উপলব্ধতা
ওয়ানপ্লাস এখনও ভারতে তাদের নতুন ট্যাবের দাম ঘোষণা করেনি। তবে তারা নিশ্চিত করেছে যে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এর মূল্য সামনে আনা হবে।
গ্লোবাল মার্কেটে ট্যাবলেটির ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম ৬৯৯.৯৯ ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৬০,৩০০ টাকা।
ভারতে OnePlus Pad 3 ট্যাবলেটটি দুটি কালার অপশনে আসতে পারে – স্টর্ম ব্লু ও ফ্রস্টেড সিলভার। এটি Amazon.in, Flipkart, OnePlus-এর নিজস্ব ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।