ট্যাবলেটের বাজারে সুনামি আনবে OnePlus Pad 2 Pro, থাকবে 16GB র্যাম সহ 10000mAh ব্যাটারি

গত বছর জুলাইয়ে এসেছিল OnePlus Pad 2। এবার সংস্থাটি এর উত্তরসূরি আনতে চলেছে। সম্প্রতি BIS (ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস) সার্টিফিকেশন ওয়েবসাইটে এই ট্যাবলেটকে খুঁজে পাওয়া গেছে। ফলে বলতে দ্বিধা নেই যে ভারতে এটি শীঘ্রই লঞ্চ হতে চলেছে। যদিও ওয়ানপ্লাসের নতুন ট্যাবলেটের নাম এখনও জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে যে এটি OnePlus Pad 2 Pro হতে পারে। এটি আসন্ন Oppo Pad 4 Pro এর রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে, যা ১০ এপ্রিল লঞ্চ হবে।
OnePlus Pad 2 Pro ভারতে লঞ্চ হতে চলেছে
এর আগে কিছু রিপোর্ট থেকে জানা যায় যে ওয়ানপ্লাস প্যাড 2 প্রো আগামী কিছু মাসের মধ্যে লঞ্চ হবে। সম্প্রতি একটি রিপোর্টে আরও দাবি করা হয় যে, নতুন প্যাডে বহু আপগ্রেড দেখা যাবে, যেমন আরও শক্তিশালী চিপসেট, বড় স্ক্রীন এবং পাওয়ারফুল ব্যাটারি থাকবে।
OnePlus Pad 2 Pro-র ফিচার (সম্ভাব্য)
ওয়ানপ্লাস প্যাড 2 প্রো ট্যাবলেটে স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে যা একটি শক্তিশালী চিপসেট। এই প্যাডে 16GB পর্যন্ত এলপিডিডিআর5এক্স র্যাম এবং 1TB পর্যন্ত ইউএফএস 4.0 স্টোরেজ থাকবে যা মাল্টিটাস্কিং, গেমিংয়ে সাহায্য করবে। এই ট্যাবলেটে বড় 13.2-ইঞ্চি এলসিডি প্যানেল থাকার সম্ভাবনা রয়েছে। ফটোগ্রাফির জন্য এতে 13MP রিয়ার ক্যামেরা এবং 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।
পাওয়ার ব্যাকআপের জন্য এতে 10000mAh ব্যাটারি থাকবে, যা পুরো দিন ধরে চলতে সক্ষম। এই ট্যাব 67W ফাস্ট চার্জিংয়ের সাথে আসতে পারে।
OnePlus Pad 2 Pro এর দাম (সম্ভাব্য)
ওয়ানপ্লাস প্যাড 2 প্রো-এর দাম 50,000 টাকা থেকে 60,000 টাকার মধ্যে রাখা হতে পারে। উল্লেখ্য, ওয়ানপ্লাস প্যাডের বেস ভ্যারিয়েন্ট 37,999 টাকায় লঞ্চ হয়েছিল, যেখানে প্যাড 2 এর দাম ছিল 39,999 টাকা।