মিড-রেঞ্জে বাজিমাত করতে আসছে itel Super S26 Ultra ফোন, ৮ জিবি র্যাম সহ থাকবে শক্তিশালী ব্যাটারি

itel শীঘ্রই বাজারে আনতে চলেছে তাদের নতুন একটি স্মার্টফোন, যার মডেল নম্বর ‘S688LN’। এই ফোনটি সম্প্রতি জার্মান সার্টিফিকেশন সংস্থা TUV Rheinland থেকে ছাড়পত্র পেয়েছে। এর পাশাপাশি ডিভাইসটি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং ওয়েবসাইটেও উপস্থিত হয়েছে। জানা গেছে, আসন্ন এই স্মার্টফোনের নাম রাখা হবে itel Super S26 Ultra। যদিও সংস্থার তরফে এখনও ডিভাইসটির লঞ্চের তারিখ ঘোষণা করা হয়নি।
itel Super S26 Ultra সম্পর্কে কি কি তথ্য সামনে এল
TUV Rheinland সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে, আইটেল সুপার এস২৬ আল্ট্রা ফোনের মডেল নম্বর হল S688LN। এতে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হবে ৫৮৫০ এমএএইচ ব্যাটারি। ডিভাইসটি ৫.০ ভোল্ট ডাইরেক্ট কারেন্ট, ৭.৫ ভোল্ট ডাইরেক্ট কারেন্ট ও ৩.৯১ ভোল্ট ডাইরেক্ট কারেন্ট ইনপুট সাপোর্ট করে। এর সঙ্গে রয়েছে ক্লাস ৩ প্রোটেকশন।
এদিকে গিকবেঞ্চ বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম থেকে জানা গেছে আইটেল সুপার এস২৬ আল্ট্রা ফোনে ২.২১ গিগাহার্টজ ক্লক স্পিডের অক্টা-কোর Unisoc চিপসেট ব্যবহার করা হবে, যা Unisoc T8300 চিপসেট হতে পারে। এতে আর্ম মালি জি৫৭ জিপিইউ যুক্ত থাকবে। ডিভাইসটি ৮ জিবি র্যাম সহ সহ এখানে উপস্থিত হয়েছে। আর এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলবে।
গিকবেঞ্চে itel Super S26 Ultra সিঙ্গেল-কোর টেস্টে ৮৬০ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ২০৯৬ পয়েন্ট অর্জন করেছে। এই রেজাল্ট দেখে মনে করা হচ্ছে, ফোনটি মিড-রেঞ্জে আসবে।
এদিকে itel-এর Carl Care ওয়েবসাইটেও ‘S688LN’ মডেল নম্বর সহ itel Super S26 Ultra তালিকাভুক্ত হয়েছে। তবে এখান থেকেও ডিভাইসটির স্পেসিফিকেশন জানা যায়নি।