iQOO Neo 11 ও Neo 11 Pro বছর শেষে ঝড় তুলতে আসছে, 7000mAh ব্যাটারি সহ থাকবে জবরদস্ত ফিচার

iQOO চলতি বছরের দ্বিতীয়ার্ধে একের পর এক নতুন ফোন আনতে চলেছে। যেমন আগামী মাসে চীনে লঞ্চ হতে পারে iQOO Z10, এতে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট। আর তার পরপরই বাজারে আসতে পারে ডাইমেনসিটি ৯৪০০ প্লাস চিপসেট যুক্ত iQOO Z10 Turbo Pro+। তবে এখানে থেমে থাকছে না ভিভোর সাব ব্র্যান্ডটি। এরপরের মাসে অর্থাৎ অক্টোবরে বাজারে এন্ট্রি নিতে পারে আইকোর ফ্ল্যাগশিপ স্মার্টফোন।

নভেম্বর বা ডিসেম্বরে আত্মপ্রকাশ করবে iQOO Neo 11 সিরিজ।

আজ্ঞে হ্যাঁ, সবকিছু ঠিকঠাক থাকলে অক্টোবরে লঞ্চ হতে চলেছে iQOO 15 (বা সম্ভবত iQOO 14) মডেলটি। এতে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন ৮ এলিট ২। আর নভেম্বর বা ডিসেম্বর নাগাদ মিড রেঞ্জে আসতে চলেছে iQOO Neo সিরিজের পরবর্তী প্রজন্মের ডিভাইস।

আজ চীনের জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন একটি উইবো পোস্টে Neo 11 সিরিজ সম্পর্কে কিছু তথ্য শেয়ার করেছেন। এদের ডিসপ্লে, প্রসেসর ও ব্যাটারি সম্পর্কে জানা গেছে।

iQOO Neo 11 ও Neo 11 Pro এর ফিচার ও স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টিপস্টার জানিয়েছেন, এই সিরিজের অধীনে দুটি ফোন আসবে – iQOO Neo 11 ও iQOO Neo 11 Pro। এরমধ্যে একটি মডেলে থাকবে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট এবং আরেকটি মডেলে দেওয়া হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ প্রসেসর।

উভয় স্মার্টফোনে পাওয়া যাবে ৬.৮ ইঞ্চির কাছাকাছি একটি ফ্ল্যাট ওএলইডি ডিসপ্লে, যার রেজোলিউশন হবে ২কে। সিকিউরিটির জন্য এগুলিতে ইন-ডিসপ্লে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। আর ডিভাইসগুলি ধাতব মিডল ফ্রেম সহ আসবে। এগুলিতে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Neo 11 সিরিজের মূল আকর্ষণ হিসেবে ৭০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। আর ফোনগুলি চলবে লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক অরিজিন ওএস ৬ কাস্টম স্কিনে।