Moto G86 Power 5G ভারতে Sony ক্যামেরা ও দ্রুত প্রসেসর সহ লঞ্চ হল, রয়েছে 6720mAh ব্যাটারি

মোটোরোলা আজ ভারতে লঞ্চ করল তাদের নতুন স্মার্টফোন Moto G86 Power 5G। এর দাম রাখা হয়েছে ২০,০০০ টাকার কম। ডিভাইসটির সবচেয়ে বড় আকর্ষণ ৬৭২০ এমএএইচ ব্যাটারি ও মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ প্রসেসর। এর সাথে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেলের Sony LYTIA-600 ক্যামেরা ও সুপার এইচডি অ্যামোলেড ডিসপ্লে। এটি চারটি কালার অপশনে ও একটি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে। আসুন Moto G86 Power 5G এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Moto G86 Power 5G এর ভারতে দাম ও লভ্যতা

Moto G86 Power 5G এর একমাত্র ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৭,৯৯৯ টাকা। এতে ভেগান লেদার ব্যাক প্যানেল উপস্থিত। আর ফোনটি কসমিক স্কাই, গোল্ডেন সাইপ্রাস এবং স্পেসিফিকেট কালার অপশনে এসেছে। তিনটি কালার অপশনই প্যানটন সার্টিফায়েড।

আগামী ৬ আগস্ট থেকে মোটো জি৮৬ পাওয়ার ৫জি ডিভাইসটি Flipkart ও Motorola-র অফিশিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।

Moto G86 Power 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

Moto G86 Power 5G ফোনের সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি সুপার এইচডি পিওএলইডি ডিসপ্লে, যার রেজোলিউশন ১২২০x২৭১২ পিক্সেল। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ ৪৫০০ নিটস ব্রাইটনেস ও HDR10+ সাপোর্ট করে। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে গরিলা গ্লাস ৭আই ব্যবহার করা হয়েছে।

পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হ্যালো ইউআই কাস্টম স্কিনে চলবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ডিভাইসটির স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬৭২০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য Moto G86 Power 5G এর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল Sony LYTIA-600 প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স, যা ম্যাক্রো মোডও সাপোর্ট করে এবং ৩-ইন-১ ফ্লিকার সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

Moto G86 Power 5G মডেলটি IP68 ও IP69 ডাস্ট ও ওয়াটারপ্রুফ রেটিং সহ এসেছে। উপরন্তু, এটি MIL-STD-810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন প্রাপ্ত, ফলে বলতে দ্বিধা নেই যে এর বিল্ড কোয়ালিটি যথেষ্ট মজবুত। এর অন্যান্য ফিচারের মধ্যে আছে ডলবি অডিও, হাই-রেস অডিও সার্টিফিকেশন ও ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।