জোর টক্কর, Realme 16 Pro ও Redmi Note 16 সিরিজে থাকবে 200 মেগাপিক্সেল ক্যামেরা

রিয়েলমি‌ শীঘ্রই চীনে Realme 16 সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে বলে জানা গেছে। সম্প্রতি এই সিরিজের একটি স্মার্টফোন কে TENAA-এর সার্টিফিকেশন সাইটে খুঁজে পাওয়া গেছে। এখান থেকে সামনে এসেছে যে Realme 16 Pro মডেলে থাকবে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এখন টিপস্টার স্মার্ট পিকাচুর সৌজন্যে জানা গেছে যে Redmi Note 16 সিরিজেও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে।

Realme, Redmi ফোনে থাকবে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা

রিপোর্ট থেকে জানা গেছে Realme এবং Redmi এই মুহূর্তে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ মিড-রেঞ্জ ফোন পরীক্ষা করছে। টিপস্টার জানিয়েছেন, আসন্ন Redmi Note 16 সিরিজের ২০০ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। যদিও সিরিজের স্ট্যান্ডার্ড মডেলে ২০০ মেগাপিক্সেল ক্যামেরাটি পাওয়া যাওয়ার সম্ভাবনা কম এবং এর পরিবর্তে Note 16 Pro+ এবং Note 16 Pro মডেলে এই ক্যামেরা দেওয়া হতে পারে।

Realme 16 Pro আসছে 200-মেগাপিক্সেল ক্যামেরা সহ

আপকামিং রিয়েলমি ডিভাইসেও ২০০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা থাকবে। এর সাথে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি রিয়ার সেন্সর। সিরিজের Realme 16 Pro+ মডেলেও একই ক্যামেরা হার্ডওয়্যার থাকতে পারে, সাথে অতিরিক্ত পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দেওয়া হতে পারে।

যেহেতু এই বছরের আগস্টে Redmi Note 15 সিরিজ লঞ্চ হয়েছিল, সেক্ষেত্রে Note 16 লাইনআপটি সম্ভবত আগামী বছরের একই মাসে বাজারে আসবে। আর সিরিজের প্রো মডেলগুলিতে ১.৫কে ওএলইডি ফ্ল্যাট ডিসপ্লে এবং ৭৫০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে।

Realme 16 সিরিজের কথা বললে, ডিভাইসগুলি এই মাসের শেষের দিকে অথবা ২০২৬ সালের জানুয়ারিতে বাজারে আসতে পারে। সিরিজটি এরপর বিশ্ব বাজারে পা রাখবে।