গতকালের মতো আজকেও রাজস্থান রয়্যালস বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচে বৃষ্টির সম্ভাবনা? কি বলছে আবহাওয়া

আজ শনিবার (১৯ এপ্রিল) আইপিএল ২০২৫-এর ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালস (RR) মুখোমুখি হচ্ছে লখনউ সুপার জায়ান্টসের (LSG)। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে রাজস্থানের জয়পুরে অবস্থিত সওয়াই মানসিংহ স্টেডিয়ামে।

চলতি মরসুমে এখনও পর্যন্ত মেলে ধরতে ব্যর্থ রাজস্থান রয়্যালস। সাতটি ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জয় পেয়েছে দলটি, ফলে ৪ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে রয়েছে। দলের নেট রান রেট -০.৭১৪। প্লে-অফে জায়গা করে নিতে হলে রাজস্থানকে অবশিষ্ট প্রতিটি ম্যাচ জিততে হবে।

অন্যদিকে লখনউ সুপার জায়ান্টসের পারফরম্যান্স মিশ্রধরনের। তারা সাতটি ম্যাচের মধ্যে চারটিতে জয়লাভ করেছে এবং তিনটিতে পরাজিত হয়েছে। বর্তমানে তারা ৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে এবং তাদের নেট রান রেট +০.০৮৬। গত ম্যাচে তারা চেন্নাই সুপার কিংসের বিপক্ষে হারের স্বাদ পেয়েছে, তাই আজকের ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে পান্থরা।

আবহাওয়ার কথা বললে, AccuWeather থেকে জানা গেছে, সন্ধ্যাবেলায় ওই অঞ্চলের তাপমাত্রা ৩২ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। আর্দ্রতা থাকবে তুলনামূলক কম, ফলে গরম অনুভব হলেও সেটা সহনীয় হবে। আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

তবে রাজস্থানের জন্য বড় দুশ্চিন্তার বিষয় হলো অধিনায়ক সঞ্জু স্যামসনের খেলা নিয়ে অনিশ্চয়তা। কয়েক দিন আগে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে স্যামসন সাইড ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন। এই প্রসঙ্গে দলের কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছেন, “সঞ্জু অ্যাবডোমিনাল অঞ্চলে ব্যথা অনুভব করছে, আমরা স্ক্যান করিয়েছি এবং রিপোর্টের অপেক্ষায় রয়েছি। রিপোর্ট অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।”