BSNL এর ধারেকাছে নেই Jio থেকে Airtel, ৪০০ টাকার কমে ৫ মাস সিম চালু

যারা মাসে মাসে রিচার্জ করতে বিরক্ত এবং কম খরচে সিম নম্বর চালু রাখার জন্য লম্বা ভ্যালিডিটির রিচার্জ প্ল্যান চান, তাদের জন্য BSNL এর কাছে আছে একটি দারুণ প্ল্যান। ৪০০ টাকার কমের এই প্ল্যানে ৫ মাস পর্যন্ত সিম অ্যাক্টিভ থাকবে। এর সাথে আনলিমিটেড কল ও রোজ ২ জিবি ডেটা এবং প্রতিদিন ১০০ এসএমএস পাওয়া যাবে। এই প্ল্যান রিচার্জ করলে আপনার দিন প্রতি খরচ হবে ২.৬৫ টাকার কাছাকাছি। আসুন BSNL এর এই প্ল্যান সম্পর্কে জেনে নেওয়া যাক।

BSNL এর ৩৯৭ টাকার রিচার্জ প্ল্যান

BSNL-এর ৩৯৭ টাকার রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ১৫০ দিন। অর্থাৎ, একবার রিচার্জ করলেই পুরো ৫ মাস নিশ্চিন্ত। আগেই বলেছি, এখানে প্রত্যহ ১০০ এসএমএস, সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং ও প্রতিদিন ২ জিবি ইন্টারনেট ডেটা পাওয়া যায়। তবে এই সুবিধা থাকে রিচার্জের প্রথম ৩০ দিনের জন্য।

এরপর আপনাকে উল্লেখিত পরিষেবাগুলি নেওয়ার জন্য ডেটা বা অন্য কোনো প্ল্যান রিচার্জ করতে হবে। যদিও রিচার্জ না করলেও ১৫০ দিন পর্যন্ত সিমে কল বা এসএমএস আসবে। অর্থাৎ এই প্ল্যানটি সেকেন্ডারি সিম ব্যবহারকারীদের জন্য আদর্শ।

প্রাইভেট অপারেটরদের জন্য বড় চ্যালেঞ্জ

বলার অপেক্ষা রাখে না যে, BSNL এর ৩৯৭ টাকার প্ল্যান Jio, Airtel বা Vi-এর মতো প্রাইভেট অপারেটরদের তুলনায় যথেষ্ট সাশ্রয়ী। দিনে ২.৬৫ টাকা খরচে প্রথম ৩০ দিন কল, ডেটা, এসএমএস এর সুবিধা, সাথে আরও ১২০ দিন সিম চালু রাখার সুযোগ, এই প্ল্যানটিকে জনপ্রিয় করে তুলেছে।

আরও কিছু জনপ্রিয় BSNL প্ল্যান

২৪৯ টাকার প্ল্যান: ৪৫ দিনের ভ্যালিডিটি সহ আসা এই প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড কল, এসএমএস ও OTT সুবিধা পাওয়া যায়।

৫৯৯ টাকার প্ল্যান: এই প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন। এখানে রোজ ৩ জিবি ডেটা, অর্থাৎ মোটে ২৫২ জিবি ডেটা ব্যবহার করা যায়। সাথে প্রতিদিন ১০০ এসএমএস আর আনলিমিটেড কলের সুবিধা তো আছেই।