সর্বনাশ! সাইবার ঝুঁকির খপ্পরে ২০ লাখের বেশি এটিএম ও ক্রেডিট কার্ড, এই ম্যালওয়্যার থেকে সাবধান

আর্থিক নিরাপত্তা ব্যবস্থাকে কার্যত বিপন্ন করে তুলেছে এই নিত্য নতুন ম্যালওয়্যার ভাইরাস। সম্প্রতি আরও একটি ভাইরাস নিয়ে চিন্তা প্রকাশ করেছে ক্যাসপারস্কি ডিজিটাল ফুটপ্রিন্ট ইন্টেলিজেন্স। বলা হয়েছে, ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে ডার্ক ওয়েবে আনুমানিক ২৩ লাখ ব্যাংক কার্ড ফাঁস হয়েছে।

সাইবার সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, এই ম্যালওয়্যারের নাম ইনফোস্টিলার। দাবি, গড়ে প্রতি ১৪তম ইনফোস্টিলার সংক্রমণের ফলে ক্রেডিট কার্ডের তথ্য চুরি হচ্ছে। প্রায় ২ কোটি ৬০ লক্ষ ডিভাইস ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ২০২৪ সালেই ছিল ৯০ লক্ষেরও বেশি ডিভাইস। বিশ্বব্যাপী যেখানে প্রযুক্তির অগ্রগতির ঘটছে, সেখানে হুমকি রূপে মানুষের ঘুম ওড়াচ্ছে ইনফোস্টিলার।

সাইবার নিরাপত্তা প্রদানকারী প্রতিষ্ঠানটির মতে, ডার্ক ওয়েবে ইতিমধ্যে ২৩,০০,০০০ ব্যাংক কার্ড ফাঁস হয়েছে। এটি জানা গিয়েছে, ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে ডার্ক ওয়েবে ফাঁস হওয়া ডেটা চুরিকারী ম্যালওয়্যার থেকে লগ ফাইল বিশ্লেষণের ভিত্তিতে।

ক্যাসপারস্কি ডিজিটাল ফুটপ্রিন্ট ইন্টেলিজেন্সের বিশেষজ্ঞ সের্গেই শেরবেল বলেন, “আসল আক্রান্ত ডিভাইসের সংখ্যা আরও বেশি। সাইবার অপরাধীরা প্রায়শই প্রাথমিক সংক্রমণের মাস বা এমনকী এক বছর পরেও লগ ফাইল আকারে চুরি করা ডেটা ফাঁস করে, এবং সময়ের সাথে সাথে ক্ষতিগ্রস্থ শংসাপত্র এবং অন্যান্য তথ্য ডার্ক ওয়েবে প্রকাশিত হতে থাকে। যত বেশি সময় যাবে, পূর্ববর্তী বছরগুলির তুলনায় সংক্রমণ তত বেশি হবে,”

তিনি আরও বলেন, ক্যাসপারস্কির পূর্বাভাস অনুযায়ী, ২০২৪ সালে ইনফোস্টিলার ম্যালওয়্যার দ্বারা সংক্রামিত ডিভাইসের মোট সংখ্যা ২ কোটি থেকে ২.৫ কোটির মধ্যে থাকবে। আর ২০২৩ সালের জন্য অনুমান করা হয়েছে ১.৮ কোটি থেকে ২.২ কোটির মধ্যে।