Lava Play Ultra 5G ভারতে 64 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে, গেমারদের জন্য বড় সুখবর

Lava ভারতে আরও একটি নতুন ফোন লঞ্চ করতে চলেছে। কয়েকদিন আগে তারা Lava Blaze AMOLED 2 5G ডিভাইসটি বাজারে এনেছিল। এবার তারা Lava Play Ultra 5G নামে নতুন স্মার্টফোনের উপর পর্দা সরাতে চলেছে। ইতিমধ্যেই অ্যামাজনে এর জন্য একটি মাইক্রোসাইট লাইভ করা হয়েছে। যদিও সেখানে এখনও হ্যান্ডসেটটির লঞ্চের তারিখ বা স্পেসিফিকেশন প্রকাশ করা হয়নি। তবে আশা করা যায়, Lava Play Ultra 5G আগামী কয়েক সপ্তাহের মধ্যে লঞ্চ হবে এবং এটি বাজেট রেঞ্জে আসবে।
Lava Play Ultra 5G ভারতে লঞ্চ হতে চলেছে
অ্যামাজনের টিজার পোস্টার থেকে জানা গেছে, Lava Play Ultra 5G এর সামনে ফ্ল্যাট-স্ক্রিন দেখা যাবে। ব্র্যান্ডের দাবি, ফোনটিকে একাধিক গেমিং ফিচার সহ আনা হবে। এই কারণে টিজার পোস্টারে “Level up your play” এবং “A new era of mobile gaming starts now” এর মতো স্লোগান ব্যবহার করা হয়েছে।
Lava Play Ultra 5G এর লাইভ ইমেজ ফাঁস
এদিকে, জনপ্রিয় টিপস্টার অভিষেক যাদব সম্প্রতি লাভা প্লে আল্ট্রা জি এর লাইভ ইমেজ ফাঁস করেছেন। তিনি ডিভাইসটির হোয়াইট ও ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টের ছবি শেয়ার করেছেন। এই ছবিগুলি থেকে স্পষ্ট যে, এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে গোলাকার ক্যামেরা মডিউল দেখা যাবে। আর ফোনটির চারপাশে হালকা বাঁকানো কার্ভ ডিজাইন থাকবে। এছাড়া পাওয়া যাবে মেটালিক বর্ডার, যা প্রিমিয়াম লুক প্রদান করবে।
আর Lava Play Ultra 5G এর রিয়ার ক্যামেরা সেটআপে দুটি সেন্সর দেওয়া হবে। এরমধ্যে উপরে বড় প্রাইমারি লেন্স, নিচে একটি ছোট সেকেন্ডারি লেন্স এবং সঙ্গে এলইডি ফ্ল্যাশ থাকবে। ক্যামেরা গ্লাসে খোদাই করা থাকবে “64MP AI Matrix Camera” কথাটি। অর্থাৎ এর প্রাইমারি ক্যামেরার রেজোলিউশন হবে ৬৪ মেগাপিক্সেল।
যদিও এখন পর্যন্ত Lava Play Ultra 5G এর প্রসেসর, ব্যাটারি বা ডিসপ্লে স্পেসিফিকেশন এখনও অজানা। ধরে নেওয়া যায়, আগামী কয়েক দিনের মধ্যে অ্যামাজনের মাইক্রোসাইট থেকে এই ধরনের বিভিন্ন তথ্য সামনে আসবে। আর ফোনটির দাম রাখা হতে পারে ১০ হাজার টাকার কাছাকাছি।