Vivo V2536A ফোন নিয়ে কৌতুহল, 100W চার্জিং স্পিড সহ বাজারে আসছে নতুন ফ্ল্যাগশিপ মডেল

সম্প্রতি বিভিন্ন বাজারে লঞ্চ হয়েছে Vivo X300 এবং Vivo X300 Pro। এর পাশাপাশি কোম্পানির সাব ব্র্যান্ড আইকো বেশ কয়েকটি বাজারে তাদের ফ্ল্যাগশিপ মডেল, iQOO 15 এর উপর থেকে পর্দা সরিয়েছে। এবার কোম্পানিটি আরও একটি প্রিমিয়াম স্মার্টফোন বাজারে আনতে চলেছে বলে মনে হচ্ছে। আসলে Vivo V2536A মডেল নম্বর সহ একটি নামহীন ফোন সম্প্রতি চীনের 3C সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে। এখান থেকে ডিভাইসটির চার্জিং সিষ্টেম সম্পর্কে ধারণা পাওয়া গেছে।
Vivo V2536A পেল 3C সার্টিফিকেশনের অনুমোদন
চীনের 3C অথোরিটি সম্প্রতি Vivo V2536A মডেল নম্বর হ্যান্ডসেটটিকে ছাড়পত্র দিয়েছে। জানা গেছে এটি ১০০ ওয়াট চার্জার সহ বাজারে আসবে। এছাড়া সার্টিফিকেশন সাইট থেকে আর অন্য কোনো তথ্য সামনে আসেনি।
Vivo X300 Ultra বা iQOO 15 Ultra নামে বাজারে আসতে পারে
জানিয়ে রাখি, সংস্থাটি এই মুহূর্তে Vivo X300 Ultra বা iQOO 15 Ultra এর উপর কাজ করছে বলে শোনা গেছে। তাই সদ্য অনুমোদন পাওয়া ফোনটি এই দুটি মডেলের কোনো একটি হতে পারে। যদিও এই সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য আমাদের হাতে নেই।
তবে আগের রিপোর্ট অনুযায়ী, এই দুই মডেল স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট দ্বারা চালিত হবে। সাথে থাকবে Sony-র ক্যামেরা সেন্সর। এছাড়া আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্য একটি খবরে, সংস্থাটি Vivo X300s নিয়ে কাজ করছে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ প্লাস প্রসেসর থাকবে। এটি X300 Ultra এর সাথে বাজারে আসবে। এদিকে আইকো শীঘ্রই ডাইমেনসিটি ৯৫০০ প্লাস প্রসেসর চালিত iQOO 15 Mini মডেলটি লঞ্চ করতে চলেছে বলে জানা গেছে।
